শিষ্যদের ইংরেজি ভীতি, তাই সংবাদ সম্মেলনে সামলাচ্ছেন ট্রট

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টের আগের দিন থেকে টেস্টের তৃতীয়দিন পর্যন্ত প্রতিবারই সংবাদ সম্মেলনে দেখা মিলল জনাথান ট্রটের। ক্রিকেটারদের না পাঠিয়ে কেন প্রতিবার তিনিই আসছেন, সেই প্রশ্নের উত্তরও দিলেন উপযুক্ত স্বরেই। জানালেন, ভাষা সমস্যার কারণেই শিষ্যদের জায়গায় বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন ট্রট নিজেই।
অবশ্য কোচ হিসেবে ট্রট নিজেই দায়িত্ব নিয়েছেন , সামনে এসে যেকোনো জিনিসের ব্যাখ্যা দেওয়ার। আফগান কোচের চাওয়া, মাঠের চিন্তা নিয়েই থাকুক ক্রিকেটাররা। বাইরের সকল কিছু সামলানোর দায়িত্বটা তাই নিজের কাঁধে নিয়েই বার বার চলে আসেন তিনি।

ট্রট বলেন, ‘আমার মনে হয়, একজন কোচ হিসেবে এটা আপনার দায়িত্ব যে, সামনে আসা, জিনিসগুলো ব্যাখ্যা করা। আমার মনে হয়, এটা আমার কাজ। আরেকটা যে, ভাষার একটা ব্যাপার আছে। খেলোয়াড়রা খুব বেশি আত্মবিশ্বাসী না এই ব্যাপারে। আর প্রশ্ন বোঝার কিছু জটিলতা আছে। মনে হয়, এটা স্নায়ুচাপজনিতও ব্যাপার।'
'আর ওরাও (খেলোয়াড়রা) একটু লাজুক। আমি তাদের উৎসাহ দেই আসার জন্য। আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার যে, এই দলটা তরুণ আর অনভিজ্ঞ। আরও অন্যান্য যারা আছে, যেমন- রশিদ, নবী, মুজিব, তারা তো প্রেস কনফারেন্সে বেশ অভ্যস্ত। তো এইটা আসলে এই দলটার জন্য নতুন একটা ব্যাপার।’ যোগ করেন তিনি।
২৭ মাস পর টেস্ট ম্যাচ খেলতে নামা আফগান দলের কোচ জানতেন বাংলাদেশ কতটা শক্ত প্রতিপক্ষ হবে তার দলের জন্য। ঘরের মাঠে কর্তৃত্বপূর্ণ ক্রিকেট খেলতে বাংলাদেশ পারদর্শী। ইংল্যান্ডকে সিরিজ হারানোর কথাও স্মরণ করলেন কথা বলতে গিয়ে।
ট্রট বলেন, ‘আমি জানতাম এটা কঠিন ম্যাচ হবে। সহজ কিছু ভাবিনি। আমি সচেতন ছিলাম, বাংলাদেশ কতটা শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে, সে ব্যাপারে। কিছুদিন আগেই দেখেছি, ইংল্যান্ডের সাথে কত ভালো ক্রিকেট তারা খেলেছে। জানি, আলাদা ফরম্যাট- ওডিআই, টি-টোয়েন্টি। বিশেষ করে সম্প্রতি তারা ঘরের মাঠে খুবই দাপুটে ও সফল সিরিজ খেলছে।’