promotional_ad

বৃষ্টি শঙ্কায় বাংলাদেশের লম্বা ব্যাটিংয়ে অবাক হয়েছেন ট্রট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দিয়ে বড় লিড আগেই পেয়েছিল বাংলাদেশ। তারপরও ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন ও মুমিনুল হকরা সেই লিড বাড়িয়ে করেছে পাহাড়সমান। ২৩৬ রানের লিড শেষ পর্যন্ত গিয়ে থেমে ৬৬১ রানে। 


বাংলাদেশের সামনে সুযোগ ছিল লিড ৪৫০ ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা দেয়ার। কারণ টেস্টে এতো বড় লক্ষ্য আজ পর্যন্ত কেউই ছুঁতে পারেনি। কিন্তু কোনো ধরণের ঝুঁকি নেয়নি লিটন দাসের দল। প্রায় আড়াই সেশন ব্যাটিং করে তারা। অথচ আগামী দুই দিনই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।


promotional_ad

এমন অবস্থায় একাধিক সেশন চলে যেতে পারে বৃষ্টির পেটে। আর তাই বাংলাদেশের এমন লম্বা সময় ব্যাটিংয়ে অবাক আফগানিস্তান কোচ জনাথন ট্রট। তাই তো সংবাদ সম্মেলনে নিজেদের বোলারদের বিশ্লেষণ করতে গিয়ে নিজেই বিষয়টি তুলে আনেন ট্রট


আফগানিস্তানের প্রধান কোচের ভাষ্যমতে, 'আমরা চেষ্টা করেছি, ভালোভাবেই চেষ্টা করেছি। এটি আমাদের জন্য বেশ ভালো একটি শেখার অভিজ্ঞতাও বটে। ভেবেছিলাম বাংলাদেশ আরেকটু আগেই ইনিংস ঘোষণা করে দিবে। কিছুটা বৃষ্টির আভাসও ছিল। আপনি কখনোই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাক এরকমটা চাইবেন না।'


এদিন প্রথম সেশন শেষে বাংলাদেশ যদি ইনিংস ঘোষণা করে দিত বাংলাদেশ তাহলেও আফগানদের লক্ষ্য হতো পাঁচশ ছুঁইছুঁই (৪৯২ রান)। সেক্ষেত্রে আফগানদের ব্যাটিং করতে হতো আরও ৩০ ওভারের বেশি। আর তাহলে তাদের উইকেট হারানোর সম্ভাবনাও থাকতো আরও বেশি। কারণ এদিন ১১ ওভার ব্যাটিং করেই ২টি উইকেট হারিয়েছে তারা।


ট্রট না ভাবলেও বাংলাদেশ সেই ঝুঁকিটা নিয়েছে। যদিও ঠিক কি কারণে এতো লম্বা সময় ব্যাটিং করেছে তারা তার ব্যাখ্যা দিতে পারেননি দলের সিনিয়র ক্রিকেটার মুমিনুল হকও। তিনি বলেন, 'ওইরকম কোনো লক্ষ্য ছিল না। ক্যাপ্টেন যেটা সিদ্ধান্ত নিছে ওইটাই। আমরা শুধু লম্বা সময় ব্যাটিং করতে চেয়েছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball