অধিনায়কত্ব না থাকলে সুবিধা থাকে: মুমিনুল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘স্যরি ভাই, একটু বেশি বেশি কথা বলে ফেলছি’ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন সংবাদ সম্মেলন শেষে চেয়ার ছেড়ে উঠে সাংবাদিকদের সঙ্গে মজার ছলে এমনটাই বলেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকানোর দিন লম্বা সময় পর তিনি এসেছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।
প্রায় ২৬ মাস, ২৬ ইনিংস পর ক্রিকেটের অভিজাত সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। ১২৩ বলে টেস্টে নিজের ১২তম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। পাহাড়সমান লিড নিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করার সময় মুমিনুল অপরাজিত ছিলেন ১২১ রানে।

অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম সেঞ্চুরি পাওয়ার দিন মুমিনুল বুঝতে পেরেছিলেন সংবাদ সম্মেলনে তাকে কোন প্রশ্নের মুখোমুখি বেশি হতে হবে। প্রায় ২০ মিনিটের সংবাদ সম্মেলনে সেই নেতৃত্ব-রান খরা নিয়েই ছিল বেশিরভাগ প্রশ্ন।
অধিনায়কত্ব ছাড়ার পর এখন কি কিছুটা নির্ভার? সংবাদ সম্মেলনের শেষ দিকে এম প্রশ্নে মুমিনুল উত্তর দিলেন হ্যাঁ সূচক। ‘অধিনায়কত্ব না থাকলে একটা সুবিধা থাকে। এতকিছু চিন্তা করতে হয় না। শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি।’
গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের পর নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল। এরপর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাতে ১ সেঞ্চুরি ও ১ ফিফটি। এক ইনিংসে অপরাজিত ছিলেন ২০ রানে। নেতৃত্ব ছাড়ার পর খেলা এই কয়টি টেস্টে মুমিনুলের পারফরম্যান্স বলছে তিনি এখন নির্ভার হয়েই খেলছেন।
এদিকে সিরিজের একমাত্র টেস্টে জয়ের সবাস পাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ৬৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে লিটনবাহিনী স্বপ্ন দেখছে বড় জয়ের। তৃতীয় দিন ইতোমধ্যে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। জয়ের জন্য আরও ৬১৭ রান প্রয়োজন হাশমতউল্লাহ শাহিদির দলের।