নারী ইমার্জিং এশিয়া কাপে রুবাইয়ার বদলি সুমাইয়া

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার
৬ মে ২৫
ব্যাট হাতে দারুণ ছন্দে থেকে হংকংয়ে নারী ইমার্জিং এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন রুবাইয়া হায়দার ঝিলিক। মাঠে গড়ানো একমাত্র ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছেনও বাঁহাতি এই ওপেনার। তবে হাঁটুর চোটে দেশে ফিরতে হলো তাকে। রুবাইয়ার বদলি হিসেবে সুমাইয়া আক্তারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন রুবাইয়া। নারী ইমার্জিং এশিয়া কাপের দলে থাকায় ৪ ইনিংসের বেশি খেলার সুযোগ হয়নি তার। তবে মাত্র চার ইনিংসেই ঝলক দেখিয়েছেন রুবাইয়া।

তিন হাফ সেঞ্চুরি, ৫৬.২৫ গড় আর ৮২.৪২ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। যেখান তার একটি ৮৪ রানের ইনিংসও রয়েছে। এমন পারফরম্যান্সেই মূলত ডাক পড়ে তার। দলের সঙ্গে হংকংয়ে গিয়েছিলেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে অবশ্য ১০ রানের বেশি করতে পারেননি। এরপর বা পায়ের হাঁটুর চোটে পড়লে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান রুবাইয়া। ইতোমধ্যে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।
এদিকে তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সুমাইয়া। এবারের নারী ডিপিএলে ব্যাট হাতে নিজের সেরা সময় পার করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে খেলা এই ব্যাটার। ৮ ম্যাচের ৭ ইনিংসে করেছেন ৪২১ রান।
এক সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও। যেখানে একটি ৯৯ রানের ইনিংসও রয়েছে সুমাইয়ার। ৭০.১৭ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটারের চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। পেছনে ফেলেছেন নিগার সুলতানা জ্যোতি-ফারজানা হক পিংকিদের মতো অভিজ্ঞ ব্যাটারদের।
নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়নি। তবে রান রেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে লতা মণ্ডলের দল।