promotional_ad

৬১৭ রানে পিছিয়ে আফগানিস্তান, বাংলাদেশের দরকার ৮ উইকেট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

২৩ ঘন্টা আগে
ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দলীয় ৪ উইকেটে ৪২৫ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের সামনে ৬৬২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের দেয়া সর্বোচ্চ রানের লক্ষ্য। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।


বাংলাদেশের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। ওপেনার আফগান ওপেনার ইব্রাহীম জাদরানকে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়েছেন তিনি। অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নেয় আফগানিস্তান। রিভিউতে দেখা যায় পিচিং, ইম্প্যাক্ট ও হিটিং লাইনের মধ্যেই হয়েছে। ফলে থার্ড আম্পায়ারও আউট ঘোষণা দেন।


পরের ওভারেই তাসকিন আহমেদের করা অফ স্টাম্পের বাইরে গুড লেংথের ডেলিভারিতে কভার ড্রাইভ করতে গিয়ে বল আব্দুল মালিকের ব্যাটের কানায় লেগে পাড়ি জমায় লিটন দাসের গ্লাভসে। এরপর তাসকিনের এক বাউন্স ডেলিভারিতে হেলমেটের নিচের অংশে আঘাত পান হাশমতউল্লাহ শহীদি। প্রায় ১০ মিনিট তাকে সেবা শুশ্রূষা করেন এসিবির ফিজিও। তবে এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি কাৎরাতে কাৎরাতে মাঠ ছাড়েন তিনি।


এরপর রহমত শাহকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন নাসির জামাল। রহমত ১০ ও জামাল ৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এরপর আলোক স্বল্পতার কারণে খানিকক্ষণ আগেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। এই মুহূর্তে আফগানিস্তান পিছিয়ে আছে ৬১৭ রানে। তারা দিন শেষ করেছে ২ উইকেটে ৪৫ রান নিয়ে।


promotional_ad

এর আগে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন, তৃতীয় দিন সেখান থেকেই শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৩৭৬ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে এই জুটিতে সাড়ে চারশোর কাছাকাছি লিড নিয়ে ব্যাটিং শুরু করে টাইগাররা। ১ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই এগোচ্ছিলেন শান্ত-জাকির।


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

জাকিরের তুলনায় শান্ত একটু বাড়তি আক্রমণাত্মক ভাবেই রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে। দলকে দেড়শোর ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে শান্ত হাঁটতে থাকেন সেঞ্চুরির পথেও। কিন্তু নব্বইয়ের ঘরে ঘিরে তিনি সঙ্গী হারান। রান আউটে কপাল পুড়ে জাকিরের। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে তাকে। ৭১ রানে আউট হন তিনি। 


সঙ্গী রান আউটে বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে নিজের টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত। রহমত শাহ'র ওভারকে পায়ের কাছে পাওয়া বল হালকা করে খেলে সিঙ্গেল নিয়ে এই ক্রিকেটার পৌঁছে যান আরও একটি সেঞ্চুরিতে। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি।


এর আগে বাংলাদেশের পক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকানোর কীর্তিটি ছিল শুধু মুমিনুল হকের। ক্রিকেট ইতিহাসের ৯১তম ব্যাটার হিসেবে এই কীর্তি এখন শান্তর। এরপর ১২২ রান নিয়ে লাঞ্চ থেকে ফিরে বেশি কিছু করতে পারেননি শান্ত। জহির খানের করা ইয়র্কার ডেলিভারিতে অন সাইডে ব্যাট চালিয়েছিলেন শান্ত। 


যদিও ঠিকঠাক মতো না হলে ব্যাটের নিচের দিকে লেগে বল চলে যায় শর্ট মিড উইকেটে। সেখানে সহজ ক্যাচ নিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। যদিও আউটটি নিয়ে কিছুটা শঙ্কা ছিল। ব্যাটে লাগার পর বল মাটিতে লেগেছে কিনা তা দেখার জন্য থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেয়ার জন্য পাঠান ফিল্ড আম্পায়াররা। থার্ড আম্পায়ার পর্যবেক্ষণ করে শান্তকে আউট দেন। আর তাতেই শেষ হয় শান্তর ১২৪ রানের ইনিংস। আর তাতে মুমিনুল হকের সঙ্গে তার ৮৬ রানের জুটি ভাঙে।


এরপর অতি আক্রমণাত্মক হতে গিয়ে জহির খানের দ্বিতীয় শিকার হয়েছেন মুশফিক। নিজের খেলা দ্বিতীয় বলেই স্লগ সুইপে দারুণ এক চার মেরেছিলেন মুশফিক। পরের বলটি রিভার্স সুইপ খেলার চেষ্টায় ব্যাটে ঠিকঠাক করতে পারেননি তিনি। বল গ্লাভসে লেগে স্লিপে ক্যাচ হয়। এরপর লিটন দাসকে নিয়ে ৬৭ বলে টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।


৪৮ রান নিয়ে চা পানের বিরতিতে গিয়েছিলেন লিটন। সেখান থেকে ফিরেই জহির খানকে স্কুপ করে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। এরপর আজমতউল্লাহ আহমদজাইকে আপার কাটে চার মেরে ২৬ মাস আর ২৬ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। খানিক বাদেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিটন ৬৬ ও মুমিনুল ১২১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball