promotional_ad

দ্রুত সেরে উঠছেন পান্ত, এশিয়া কাপ দিয়ে ফিরছেন বুমরাহ-আইয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'

৬ এপ্রিল ২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জসপ্রিত বুমরাহ

গত বছরের শেষদিকে গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পান্ত। এর ফলে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও তাকে দেখা যায়নি। পান্ত আবারও কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।


এরই মধ্যে পান্তকে দ্রুত ফেরাতে সব রকমের চেষ্টা চালাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন পান্ত। বিশ্বকাপ দিয়েই আবারও মাঠে ফিরতে জোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।


promotional_ad

পান্তের বিশ্বকাপে খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ইনজুরিতে থাকা বাকি দুই ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও জসপ্রিত বুমরাহকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিসিসিআই। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের আগেই এই দুজনে মাঠে নামতে পারেন। তবে সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২২ ঘন্টা আগে
ফাইল ছবি

এদিকে পান্তের অবস্থা বেশ ইতিবাচক। কোনো সাহায্য ছাড়াই সিঁড়ি বেয়ে উঠতে পারছেন তিনি। স্বাভাবিকভাবে হাঁটাচলাতেও কোনো জড়তা নেই তার। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ফিজিও এস রজনীকান্তের নজরদারিতে রয়েছেন। তিনিই তাকে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতে সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন।


যদিও তার স্কিল ট্রেনিংয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো। পান্ত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। 


বুমরাহ ও আইয়ার দুজনই পিঠের চোটে ভুগছিলেন। দুজনের পিঠেই অস্ত্রোপচার করা হয়েছে। তারাও পুনর্বাসন শুরু করেছেন। এই মুহূর্তে তাদের ফিজিও থেরাপি দেয়া হচ্ছে। এরই মধ্যে জানা গেলে বল হাতে অনুশীলন শুরু করেছেন বুমরাহ। গত বছরের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।


এদিকে আইয়ার চোট পেয়েছিলেন সর্বশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে। এরপর এই চোটের কারণে আইপিএলেও খেলতে পারেননি তিনি। এ কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের। এ ডানহাতি ব্যাটারের শূন্যতা তারা পূরণই করতে পারেনি। এর ফলে প্লে অফেও খেলা হয়নি তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball