‘উন্নতি করেছি কিন্তু আমরা এখনই ভালো হয়ে যাইনি’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সাইফউদ্দিন-ইবাদতের নৈপুণ্যের পর রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়
২০ এপ্রিল ২৫
মিরপুরের উইকেটের সহজাত আচরণ বল নিচু হয়ে আসবে, খানিকটা টার্ন করবে আর স্পিনাররা রাজত্ব করবে। তবে সেগুলো যেন অতীত হতে শুরু করেছে বাংলাদেশের পেস বিপ্লবে। ভারতের বিপক্ষে সিরিজে দুজন পেসার খেলিয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সংখ্যাটা তিন।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও কমেনি সংখ্যাটা। বরং উইকেটে প্রাধান্য পেয়েছে পেসারদের সহায়তা। একটা সময় স্পিনারদের ওপর নির্ভর করেই ম্যাচের পরিকল্পনা করতো টাইগাররা। সবশেষ কবছরে সেটা ক্রমশই বদলে যেতে শুরু করেছে।
তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামদের হাত ধরে পেস বোলিংয়ে রীতিমতো দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ২০২২ সাউথ আফ্রিকা সফর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ আয়ারল্যান্ড সিরিজ যেন এসবেরই প্রমাণ।

গত তিন বছরে দারুণভাবে উন্নতি করলেও এখনই নিজেদের নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ইবাদত। বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের মাঝে আরও দাপুটে মানসিকতা আনতে চান ডানহাতি এই পেসার। সেই সঙ্গে নিজেদের উন্নতির গ্রাফটা আরও উপরে দিকে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
১৫ ঘন্টা আগে
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ইবাদত বলেন, ‘শেষ তিন বছর ধরে আমাদের পেস বিভাগ বেশ ভালো উন্নতি করছে। বলিনাই যে আমরা এখনই ভালো হয়ে গেছি কিন্তু শেষ তিন বছর ধরে আমরা চেষ্টা করতেছি যে আমাদের উন্নতির গ্রাফটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য।’
‘আমার কাছে মনে হয়, আমরা এই জিনিসটা যদি ধারাবাহিকভাবে করতে পারি…করতে পারি কি আমরা ইনশাল্লাহ করবো। কারণ, যে জিনিসটা হচ্ছে বিশ্ব ক্রিকেটে এখন ফার্স্ট বোলিং ডমিনেটিং মাইন্ড যেটা আছে ঐটা আমরা লুফে নেয়ার চেষ্টা করছি।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন ইবাদত-শরিফুলরা। ১০ ওভারে একাই চার উইকেট নিয়েছেন ইবাদত। তবে শেষ দিকে বোলিং না পাওয়ায় পাঁচ উইকেট শিকার করা হয়নি তার। মূলত স্লো ওভার রেটের কারণে ২ ওভার পিছিয়ে থাকায় স্পিনারদের দ্বারস্থ হয়েছিলেন অধিনায়ক লিটন দাস।
৫ উইকেট না পেলেও আফসোস নেই ইবাদতের। ডানহাতি এই পেসার জানিয়েছেন দলের চাওয়াই আগে। ইবাদত বলেন, ‘না, আলহামদুলিল্লাহ। পাঁচ উইকেট হয় নাই তবে আমরা দুই ওভার পিছনে ছিলাম, আমরা যদি পিছায় থাকি তাহলে তো সমস্যা এজন্য ক্যাপ্টেন চাইছে দুই পাশ থেকে দুজন স্পিনার দিয়ে শুরু করবো। যেহেতু টিম ফার্স্ট সেদিক দিয়ে ঠিক আছে। যেহেতু ব্যক্তিগত অর্জনের দিক থেকে আমার কাছে দলের চাওয়াটা বড় বিষয়।’