দ্রুতগতিতে বল করলে সেটা দ্রুত বান্ডারিতেও যেতে পারে: ব্রুক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
অ্যাশেজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই ম্যাচে মাঠে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তাও আবার ইংল্যান্ডের মাটিতেই। স্কট বোল্যান্ড-মিচেল স্টার্করা রীতিমতো ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন।
অ্যাশেজেও তাদের সামলাতে হবে ইংলিশ ব্যাটারদের। ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক জানিয়েছেন দ্রুত গতিতে বল করলে তা দ্রুত গতিতে বাউন্ডারিতে পাঠিয়ে পাল্টা জবাব দিতে তৈরি তারা। এই ইংলিশ ব্যাটার বলেন, 'অবশ্যই তাদের একটু বাড়তি গতি থাকতে পারে, কিন্তু তারা দ্রুত বল করলে তা দ্রুত বাউন্ডারিতেও যেতে পারে।'
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে রয়েছেন একাধিক মারকুটে ব্যাটার। দলটির ৭-৮ নম্বর পর্যন্ত রয়েছে বিশেষজ্ঞ ব্যাটার। তাতে দলের ব্যাটিংয়ের সামর্থ্য বেড়েছে বলে মনে করেন ব্রুক। যদিও তাদের লোয়ার অর্ডারে যারা আছেন তাদের ৭-৮ নম্বরে ব্যাট করা 'হাস্যকর' মনে হচ্ছে তার কাছে।

ব্রুক বলেন, 'আমাদের ব্যাটিং লাইনআপ বেশ লম্বা, এটা নিশ্চিত। এখানের অনেকেই টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এবং শেষের দিকের ব্যাটাররা আরও আক্রমণাত্মক ব্যাটিং করে এবং যত দ্রুত সম্ভব রান তোলে। তাদের মতো ব্যাটারদের ৭-৮ নম্বরে ব্যাট করা সত্যিই হাস্যকর।'
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে অ্যাশেজে ওপেনিং করানো হতে পারে ব্রুককে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই উড়িয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিংয়ের জন্য ৫ নম্বরে জায়গা বরাদ্দ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
ব্রুকের ভাষ্য, 'আমার ওপেনিং ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এটা আমার করতে হচ্ছে না। আমাকে এটার জন্য বলা হয়নি। এটা জেনে আমার আত্মবিশ্বাস বেড়েছে যে আমি পাঁচ নম্বরে ব্যাট করবো এবং তারা আমাকে এখানে ব্যাটিং করতে সাহস যুগিয়েছে।'
প্রথমবারের মতো অ্যাশেজে খেলার আগে রোমাঞ্চ ভড় করেছে ব্রুকের কাঁধে। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের ছোটোবেলা থেকেই খেলতে দেখছেন ব্রুক। তাদের সঙ্গে এবারের অ্যাশেজে ড্রেসিং রুমও ভাগাভাগি করবেন, এটাকে স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত মানছেন ব্রুক।
তিনি বলেন, 'প্রথমবার অ্যাশেজের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। এখানের অনেক ক্রিকেটারকে দেখে আমি বেড়ে উঠেছি, তারা এখনও খেলছে। বিশ্বের সেরাদের বিপক্ষে মাঠে নামছি এবং সেরা অস্ট্রেলিয়ানদের বিপক্ষেও। আমি সামনের দিকে তাকাতে চাই।'