এশিয়া কাপ শুরু ৩১ আগস্ট, দিনক্ষণ চূড়ান্ত
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল।

বরাবরের মতো এবারও দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনালে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৩টি ম্যাচ হবে।
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২১ এপ্রিল ২৫
দ্রুতই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে এসিসিসি। এর আগে বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপের ভেন্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ভারতের আপত্তিতে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ারও শঙ্কা তৈরি হয়েছিল।
ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না খেলতে আসলে ২০২৩ বিশ্বকাপ বর্জনের হুমকিও দিয়েছে তারা। পরে অবশ্য হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পিসিবি। এই মডেল অনুযায়ী পাকিস্তানে ৪টি ম্যাচ আর বাকি শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।