promotional_ad

দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

১৫ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ব্যাট করে সফরকারীদের দুশ্চিন্তায় রেখেছে লিটন দাসের দল। দিন শেষে ৩৭০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ফলো-অন করানোর সুযোগটা নেয়নি চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে দেড়শ রান নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।


২৩৬ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনে করতে গিয়ে প্রথম ওভারে জীবন পান মাহমুদুল হাসান জয়। তবে এই সুযোগ পাওয়াকে বড় ইনিংসে রুপান্তরিত করার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। আমির হামজার ওভারে উইকেটের পেছনে তালুবন্দি হন তিনি। ১৩ বলে ১৭ রান করে মাহমুদুল ফিরে গেলে তিনে নেমে জাকিরকে নিয়ে রান বাড়াতে থাকেন শান্ত।


ওয়ানডে মেজাজে ব্যাটিং চালিয়ে ৬ রান রেটে নিয়মিত বিরতিতে দুই ব্যাটার রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে। প্রতিপক্ষের বোলারদের নাকানি-চুবানি খাইয়ে দুই ব্যাটার দ্রুতই দলকে নিয়ে যান ৫০'র ঘরে। সেখানে থেকে সাড়ে ৫ স্ট্রাইকরেট নিয়েই দুজন এগোতে থাকেন।


১৮ ওভারে এই জুটিতে দলীয় রান পৌঁছে যায় ১০০'র ঘরে। সেই ওভারে টানা ৪ বাউন্ডারি হাঁকিয়ে দলের রান রেট ৬ এ তুলে নেন শান্ত। এরপর দিনের শেষ ভাগেও দাপট দেখিয়ে ব্যাট করে যান দুজন। হাফ সেঞ্চুরিও পান তারা। শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে খেলা শেষ করে এই জুটি। দুজনই অপরাজিত আছেন ৫৪ রানে।   


এর আগে দ্বিতীয় দিনের সকালে বড় কাজটা করে দিয়েছিলেন আফগানিস্তানের বোলাররা। বাকি দায়িত্বটা ছিল ব্যাটারদের। কিন্তু ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ বাংলাদেশের পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তানের ওপেনিং জুটি। 


শুরুটা দেখে শুনে করলেও আফগানিস্তানকে প্রথম ধাক্কা খেতে হয় শরিফুলের তৃতীয় ওভারে। এই পেসারের ছোড়া অফ স্টাম্পের বাইরের এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন ইবরাহিম জাদরান। এই ওপেনারকে বিদায় করে ক্রিস্টিয়ানো রোলান্ডোর মত সেলিব্রেশন করেন তিনি। 


এরপরের ওভারে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার আব্দুল মালিককে বিদায় করেন এবাদত হোসেন। দারুণ এক বাউন্সারে এই ব্যাটারকে বিপদে ফেলেন তিনি। এবাদতের গতিময় বাউন্স সামাল দিতে হিমশিম খেয়ে স্লিপে জাকিরকে ক্যাচ দিয়ে বসেন তিনি।


একটু পর আবারও আফগান শিবির হানা দেন এবাদত হোসেন। তার করা শর্ট বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ৯ রানে থাকা রহমত শাহ। ক্যাচটি লুফে নেন তাসকিন আহমেদ। ৩৫ রানে তিন উইকেটে হারিয়ে লাঞ্চে যায় আফগানিস্তান।


promotional_ad

লাঞ্চের পরও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না আফগানিস্তান। এবাদত-শরিফুলদের পেস সামলাতে ব্যস্ত সময় পার করছিল তারা। দলীয় রান পঞ্চাশ পার হতে আবারও উইকেট হারায় দলটি। এবার ফিরে যান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

শরিফুলের লেংথ ডেলিভারির বাউন্স সামাল দিতে পারেননি শহীদি। চতুর্থ স্টাম্পে করা বলটি তার ব্যাটের কানায় লেগে স্লিপে চলে যায় বল। লাফিয়ে ক্যাচটি লুফে নেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৯ রানে ফিরে যান শহীদি। এরপর সফরকারীদের চতুর্থ উইকেট তুলে নিতেও বেশি সময় নেয়নি বাংলাদেশ।


মেহেদী হাসান মিরাজের করা অফ স্টাম্পের বাইরে পিচ করা বল টার্ন করে সরাসরি আঘাত হেনেছিল নাসির জামালের প্যাডে। আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে মিরাজের উৎযাপন শুরু হয়। আম্পায়ারও আঙুল তুলতে দেরি করেননি। অবশ্য এরপর রিভিউ নেন জামাল।


রিপ্লেতে দেখা যায় বল পিচিং ও ইমপ্যাক্ট ছিল জায়গা মতোই। তবে স্টাম্পে লাগত আলতোভাবে। তবুও আম্পায়ার্স কলের কারণে সাজঘরে ফিরতে হয় ৩৫ রান করা জামালকে। তাতে আফসার জাজাইয়ের সঙ্গে তার ৬৫ রানের জুটি ভাঙে।


আফগানিস্তানের আরেকটি উইকেট ফেলেন ইবাদত। তার করা খাটো ল্যান্থের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন আফসার জাজাই। কিন্তু ব্যাটে বলে তা না হলে ডিপ স্কয়ারে ফিল্ডিং করতে থাকা শরিফুলের হাতে ধরা পড়েন। তার ব্যাট থেকে আসে ৩৬ রান।


এরপর আবারও আঘাত হানেন ইবাদত। এবার তার শিকার আমির হামজা। ইবাদতের মাথা বরাবর বল হামজার গ্লাভসে লেগে হাও??ায় ভাসছিল। শর্ট লেগে থাকা মুমিনুল ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচ নিয়েছেন। এরপর তাইজুল ইসলামের প্রথম শিকার হয়ে ফিরে যান ইয়ামিন আহমাদজাই।


৮ উইকেট হারিয়ে এখন চা বিরতিতে যায় আফগানিস্তান। বিরতির পর এসে দ্বিতীয় ওভারেই তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন নিজাত মাসুদ। শেষ উইকেট হিসেবে করিম জানাতকে স্টাম্পিংয়ে বিদায় করে ১৪৬ রানে সফরকারীদের গুটিয়ে দেন মিরাজ।  


সকালে ৩৬২ রান নিয়ে ব্যাটিং করতে নেমে লিটন দাসের দল অল আউট হয়েছে ৩৮২ রানে। দ্বিতীয় দিন মাত্র ৭ ওভার ব্যাটিং করতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় মাত্র ৪৫ মিনিটের মত ব্যাটিং করতে সক্ষম হয় স্বাগতিকরা। এদিন মুশফিকুর রহিম ও মেহেদি হাসানের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ।


প্রথম ইনিংসে অন্তত ৪৫০ রানের পুঁজি পাওয়ার লক্ষ্যে নেমে দিনের চতুর্থ ওভারে মিরাজকে প্যাভিলিয়নের পথ দেখান ইয়ামিন আহমাদজাই। ৪৮ রান করে আমির হামজার বলে আউট হন তিনি। এরপরের ওভারে মুশফিকুর রহিমকে ফেরাতেও সময় নেননি আফগানরা।


৪৭ রানে নিজাত মাসুদের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৭ উইকেট হারানো বাংলাদেশকে আরও বিপদে ফেলেন এই পেসার। ২ বল পর তাইজুলকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। নিচের দিকের ব্যাটাররা চেষ্টা করেও দলকে ৪০০'র ঘরে নিতে পারেননি।


তাসকিন আহমেদ মাত্র ২ রান করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। আর শেষ উইকেট হিসেবে নিজাতের বলে বোল্ড হন শরিফুল। টেস্ট অভিষেকে ৫ উইকেট তুলে নেন নিজাত। ৩৮২ রানে থামে বাংলাদেশ। ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন নিজাত। টেস্ট ইতিহাসে আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।


এ ছাড়া বিশ্ব ক্রিকেটের ১৬৭তম বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার তালিকায় নাম লেখান নিজাত। আর অভিষেকে এক টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি আছে মাত্র ১১ জনের। যদিও এই তালিকায় এখনও আফগানিস্তানের কেউ নেই।  


সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩৮২ অল আউট (শান্ত ১৪৬, জয় ৭৬) (মাসুদ ৫/৭৯)


আফগানিস্তান (প্রথম ইনিংস): ১৪৪/৮ (৩৬ ওভার) (নাসির ৩৫, আফসার ৩৬) (ইবাদত ৪/৪৭)


বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ১৩৪/১ (২৩ ওভার) (জাকির ৫৪* শান্ত ৫৪*) (হামজা ১/২৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball