promotional_ad

শান্ত দুইশ করলে অবাক হতাম না: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

১৫ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তবে দুর্ভাগ্যবশত ১৪৬ রানের বেশি করতে পারেননি তিনি। অবশ্য এক সময় মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিই হয়তো তুলে নেবেন বাঁহাতি এই ব্যাটার।


আফগান বোলার আমির হামজার ওপর চড়াও হতে গিয়ে সেই আশা আর পূরণ হয়নি। দিনের খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিও মনে করেন শান্তর ইনিংসটি আরও একটু ভালো হতে পারত।


promotional_ad

আক্ষেপের সুরেই পাপন বলেছেন, 'শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। তবে আরেকটু রান হওয়ার কথা ছিল। যেহেতু সেট হয়ে গিয়েছিল আর আত্মবিশ্বাস নিয়ে খেলছিল। মনে হচ্ছিল দুইশ করলে অবাক হবো না, দেড়শ করলে ভালো হতো। এটা আমাদের চাওয়া বা ইচ্ছা, আমরা আরও ভালো দেখতে চাই। আজ অবশ্যই ব্যাটিং ভালো হয়েছে, ভালো দিন ছিল। তবে আরেকটু ভালো হতে পারত। জয়ও সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগত। ঠাণ্ডা মাথায়, টেস্ট মেজাজে খেলছিল। মনে হচ্ছিল ওর সেঞ্চুরি দেখতে পাব।'


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

প্রথম দিন দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আর কোনো দল প্রথম দিন এতো রান নিয়ে শেষ করেনি। এ পেছনে অবশ্য শান্তর ওয়ানডে গতির ইনিংসের বড় অবদান রয়েছে। শান্ত তার ইনিংস শেষ করেছেন ৮৩.৪৩ স্ট্রাইক রেট নিয়ে। আর তাতে বাংলাদেশ প্রথম দিনে রাজত্ব করেছে।


পাপন মনে করেন আগের চেয়ে টেস্ট ক্রিকেট অনেকটাই বদলে গেছে। অনেক দলই আক্রমণাত্মক মেজাজে টেস্ট খেলছে। বাংলাদেশও সেই ধারা অনুসরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটাররা বল বেছে বেছেই খেলেছেন। সবকিছু ঠিক থাকলে চারশোর বেশি রানের প্রত্যাশা করছেন তিনি।


পাপন বলেন, ‘আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে টেস্ট টেস্টের মেজাজে খেলে না। আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বল দেখে মেরেছে। বাজে বলে মেরেছে। আমাদের খেলোয়াড়দের বল বেছে নেওয়া ঠিকাছে। আমাদের আগেই পরিকল্পনা ছিল আগে ব্যাট করলে অন্তত ৪০০ রান যেন করতে পারি। এখন পর্যন্ত যা দেখছি কলাপ্স না করলে চারশর বেশি হবে। মিরাজ খুব সুন্দর খেলছে, গ্যাপে শট দেখে ভালো লেগেছে। মুশফিক এখনও আছে, সবচেয়ে নির্ভরযোগ্য। আশা করি একটা ভালো স্কোর তারা দাঁড় করাতে পারবে।'


বোর্ড সভাপতি মনে করেন টেস্টের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং যায় না। তিনি অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়ে বলেছেন, 'আমার মনে হয়েছে রান রেট এত বেশি, এটা টেস্টের সাথে যায় না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও দেখে এলাম। দ্রুত উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ নিতে যেভাবে ব্যাট করেছে... এটার পেছনে সবচেয়ে বড় কারণ শান্তর ব্যাটিং। ২৪টার মতো চার আর ২টা ছয়। এসেই আগ্রাসী ব্যাটিং করেছে। সেজন্য এটা হয়েছে। ঠিক আছে, বলছি না ঠিক হয়নি। তবে শটগুলো দেখতে খুব ভালো লেগেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball