promotional_ad

হার্দিককে টেস্টে চান গাঙ্গুলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

২২ ঘন্টা আগে
ফাইল ছবি

২০১৮ সালের পর থেকেই টেস্টে ক্রিকেট থেকে দূরে আছেন হার্দিক পান্ডিয়া। খেলছেন না ঘরোয়া লাল বলের ক্রিকেটও। তবুও হার্দিককে টেস্ট দলে চান সৌরভ গাঙ্গুলি। টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের শিরোপা খোওয়ানোর পর হার্দিককে টেস্টে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি।


২০১৩ সালের পর থেকেই আইসিসির শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না ভারতের। ১০ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা।


ব্যাটারদের ব্যর্থতায় আরও একবার সাদা পোশাকের ক্রিকেটের শিরোপা হাতছাড়া করেছে ভারত। এমন হারের পর ভারতীয় ব্যাটারদের বাজে পারফরম্যান্স নিয়ে ক্রমশই প্রশ্ন উঠছে। এমন অবস্থায় হার্দিককে টেস্টে ফেরানোর পরামর্শ দিয়েছেন সৌরভ।


promotional_ad

যদিও লম্বা সময় ধরে টেস্ট দলের বাইরে আছেন হার্দিক। ২০১৭ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ১১ টেস্ট খেলা হার্দিক ব্যাট হাতে ৫৩২ রান করেছেন। যেখানে তার চারটি হাফ সেঞ্চুরিও আছে।


বল হাতে হার্দিকের শিকার ১৭ উইকেট। একবার ৫ উইকেটও নিয়েছিলেন তিনি। হার্দিকের ফেরা নিয়ে গাঙ্গুলি বলেন, ‘আশা করি হার্দিক পান্ডিয়া আমাকে শুনছে। আমি তাকে টেস্টে খেলতে দেখতে চাই। বিশেষ করে এমন (ইংল্যান্ডের মতো বাউন্সি) কন্ডিশনে।’


এদিকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে যুক্ত করার কথা বলেছেন গাঙ্গুলি। যেখানে বাংলার অভিমন্যু ইশ্বরণ, রজত পাতিদার, যশস্বী জয়সাওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের কথা ভাবতে বলেছেন।


এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘ভারতে অনেক প্রতিভা আছে। আপনি যখন বেশ কিছু পারফরম্যান্সের দিকে তাকাবেন তখন বুঝবেন। আমরা যদি টেস্ট ক্রিকেটের মাঝে থাকতে চাই তাহলে আইপিএলের পারফরম্যান্সকে আমি বিবেচনায় নেবো না। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার আছে।’


‘আপনি যখন তাদের সুযোগ দিতে পারবেন তখনই কেবল তাদের খুঁজে নিতে হবে। এটা হতে পারে জয়সাওয়াল কিংবা পাতিদার, বাংলা থেকে অভিমন্যু ইশ্বরন, যে কিনা অনেক রান করেছে। শুভমান গিল তরুণ। রুতুরাজ গায়কোয়াড়ও আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball