একাদশে ৪ বিদেশি, আইসিসির চাওয়ায় বিপিএলের স্বস্তি

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ
১০ এপ্রিল ২৫
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের তুমুল প্রতিযোগিতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন খানিকটা পিছিয়ে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে বিপিএলে তলানিতেই অবস্থান করবে হয়ত। বিপিএলের সবশেষ আসরে সবচেয়ে বেশি দেখা দেয় বিদেশি ক্রিকেটারের সংকট।
জানুয়ারিতে বিপিএলের সঙ্গে মাঠে গড়ায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-??োয়েন্টি আর সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি। চার টুর্নামেন্টের সাংঘর্ষিক সূচিতে বিপাকে পড়তে হয় বিপিএলকেই।
বাংলাদেশের এই টুর্নামেন্টের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি আর এসএ টোয়েন্টির কারণে। আইপিএলের দৃলগুলো মালিকানা নেয়ায় বেশিরভাগ তারকা ক্রিকেটারদের খেলতে দেখা যায় সাউথ আফ্রিকার লিগে।

এদিকে আইএল টি-টোয়েন্টিতে চলছে টাকার ঝনঝনানি। বেশি টাকার আশায় বিপিএলকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয় ক্রিকেটাররা। শুধু টাকাই নয়, বিপিএলকে সমস্যায় ফেলেছে তাদের একাদশে ৯ বিদেশি খেলানোর নিয়ম।
বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
১৫ ঘন্টা আগে
যার ফলে ছয় দলের টুর্নামেন্টে দেখা মেলে ৬০-৭০ জন বিদেশি ক্রিকেটারকে। একাদশে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম আছে মেজর লিগ ক্রিকেট (৬ জন) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (৫ জন)। এমন নিয়ম ছিল বিপিএলেও।
ফ্র্যাঞ্চাইজি দলগুলোর চাওয়ায় ২০১২, ২০১৩ এবং ২০১৭ মৌসুমে একাদশে দেখা গেছে ৫ বিদেশি। যদিও বর্তমানে আইপিএলের মতো বিপিএলেও খেলানো হয় ৪ জন বিদেশি ক্রিকেটার। এবার সিপিএল, আইএলটি-টোয়েন্টি আর মেজর লিগের লাগাম টেনে ধরতে যাচ্ছে আইসিসি।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে একাদশে চার জনের বেশি বিদেশি ক্রিকেটার নয়, এমন নিয়ম করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু তাই নয় একাদশে অন্তত চারজন স্থানীয় ক্রিকেটারও রাখতে হবে। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ১০ শতাংশ রিলিজ ফি দিতে হবে।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে একাদশে ৯ জন বিদেশি ক্রিকেটার না থাকলেও সেক্ষেত্রে বিদেশি পেতে খুব বেশি বেগ পেতে হবে না বাংলাদেশের এই টুর্নামেন্টকে। যার ফলে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিপিএলও খানিকটা স্বস্তি পেতেই পারে।
আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্যের দেশের চাওয়াতেই এমন সুপারিশ করা হয়েছে। আগামী জুলাইয়ে ডারবানে অনুষ্ঠিত হবে আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) বার্ষিক সম্মেলন। সভায় এটি নিয়ে আলোচনা করা হবে। তবে তার আগে সিইসি থেকে অনুমোদন নিতে হবে।