promotional_ad

অ্যাশেজে কমপক্ষে ৩ ম্যাচ খেলতে চান হ্যাজেলউড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

দীর্ঘ সময় ধরে বয়ে আনা ইনজুরি অবশেষে কাটিয়ে উঠেছেন জস হ্যাজেলউড। ১৬ জুন শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। এবারের এই অ্যাশেজে কমপক্ষে তিনটি টেস্ট খেলতে চান অস্ট্রেলিয়ার এই পেসার। ফিট থেকে চারটি ম্যাচ খেলতে পারলে আরও খুশি হবেন তিনি।


ইনজুরির কারণে শেষবারের আইপিএলে প্রথম ভাগেও খেলা হয়নি হ্যাজেলউডের। মাঝে তিনটি ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়ে আবারও দেশে ফিরে যান তিনি। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা করলেও ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।


হ্যাজেলউড বলেন, 'কয়েকবছর আগের কথা যদি বলি, আমি তাহলে ছয়টি টেস্ট ম্যাচই খেলতে চাইতাম। তবে এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে হচ্ছে। বিশেষ করে গত দুই বছরের ইতিহাস অনুযায়ী।'


'আমার মনে হয় তিনটি টেস্ট খেলতে পারাটা দারুণ হবে, চারটি হলেও ঠিক আছে। এর বেশি যদি (খেলতে পারি) তাহলে তো অসাধারণই হবে। কিন্তু এর চাইতে (তিনটির নিচে) কম হলে সম্ভবত আমি আবারও হতাশ হবো।'


promotional_ad

অ্যাশেজে হ্যাজেলউড যদি না খেলতে পারেন তাহলে তার বদলে খেলবেন স্কট বোল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হ্যাজেলউডের জায়গায় বোল্যান্ডকে খেলায় অস্ট্রেলিয়া। ভারতকে হারাতে বড় ভূমিকাও রাখেন বোল্যান্ড। তার মতো একজন পেসারকে সাইড বেঞ্চে পেয়ে খুশি হ্যাজেলউড।


তিনি আরও বলেন, 'আমার মনে হয়, আপনি যখন প্রতিটি খেলার গভীরে চলে যাবেন আপনি চাইবেন সর্বোচ্চ গতিতে বল ছাড়তে। কেননা আপনি জানেন খুব ভালো মানের আরেকজন বেঞ্চে বসা আছে এবং ম্যাচ খেলতেও প্রস্তুত। এই মুহূর্তে দলে ফেরাটা অবশ্যই দারুণ ব্যাপার।


ইনজুরির কারণে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আট ম্যাচে খেলেননি হ্যাজেলউড। এরপর তিন ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়ে আবারও ইনজুরিতে পড়েন তিনি। দেশে ফিরে অংশ নেন পুনর্বাসনে।


লম্বা সময় ধরে বাম পায়ে অ্যাকিলিসের চোটে ভুগছেন হ্যাজেলউড। সেই চোট নিয়েই বেশ কয়েক মাস আগে ভারতে পা রেখেছিলেন তিনি। কিন্তু ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি।


অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট অবশ্য সিরিজের শুরু থেকেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু তার চোটের অগ্রগতি না হওয়ায় দুই ম্যাচ পরই দেশে পাঠিয়ে দেয়া হয় তাকে। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি হ্যাজেলউড।


একই ইনজুরির কারণে গত দুই বছর ধরেই টেস্টে বেশ অনিয়মিত হ্যাজেলউড। এই সময়ের মধ্যে তিনি খেলেছেন কেবল চারটি টেস্ট। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আঙুলে চোট পান। এরপর তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেও দর্শক হয়ে ছিলেন।


আইপিএলের এই আসরে সেভাবে না খেলতে পারলেও গত আসরে বেঙ্গালুরু দলের অন্যতম ভরসা ছিলেন হ্যাজেলউড। ২০২২ সালের আইপিএল নিলামে ৭.৭৫ কোটি রুপিতে বেঙ্গালুরুতে আসা এই ক্রিকেটার সেই মৌসুমে ১২ ম্যাচ খেলে নেন ২০টি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball