promotional_ad

গ্লোবাল টি-টোয়েন্টির ৬ দলের পুর্ণাঙ্গ স্কোয়াড

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

আগেই জানা গেছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। তার সঙ্গে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। আসন্ন মৌসুমে তাকে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে।


লিটনের দলে বিশ্বের তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটার।


এদিকে সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্সে আরেক আইকন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ড্রাফট থেকে মন্ট্রিল দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিনকে। ভ্যাঙ্কুভার নাইটসের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ান ও রাসি ভ্যান ডার ডাসেনকে।


মিসিসাউগা প্যান্থারসের হয়ে শোয়েব মালিক, ক্রিস গেইল, টরন্টো ন্যাশনালসের হয়ে কলিন মুনরো শহীদ আফ্রিদি এবং ব্রাম্পটন উলভসের হয়ে খেলতে দেখা যাবে হরভজন সিং এবং কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ক্রিকেটারকে।


promotional_ad

সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। করোনাভাইরাসের কারণে মাঝে তিন বছর টুর্নামেন্টটি আয়োজন করতে পারেনি তারা। আগামী ২০ জুলাই থেকে ৬ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর।


ছয় দলের পুর্ণাঙ্গ স্কোয়াড-


মন্ট্রিল টাইগার্স- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মুহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মুহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আরি, কলিম সানা, শ্রীমানথা রত্নে, ম্যাথু স্পুর্স, বুপেন্দ্র সিং, দিলপ্রিত সিং এবং অনুপ চিমা।


সারে জাগুয়ারস- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, লিটন দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দীপ লামিচানে, আয়ান খান, জোতিন্দর সিং, বার্নাড স্কোলজ, পারগাত সিং, ডিলন হেলিগার, অমর খালিদ, সানি মাথুরু, শিল প্যাটেল এবং কাইরাভ শর্মা।


ভ্যাঙ্কুভার নাইটস- মোহাম্মদ রিজওয়ান, রাসি ভ্যান ডার ডাসেন, নাভিন উল হক, রিজা হ্যান্ডরিকস, করবিন বসচ, নাজিবউল্লাহ জাদরান, জুনায়েদ সিদ্দিকী, ভৃত্য অরবিন্দ, কার্তিক মিয়াপ্পান, রুবেন ট্রাম্পেলমান, রভিন্দেরপাল সিং, হার্শ ঠাকের, রায়ান পাঠান, নওয়াব সিং, মুহাম্মদ কামাল এবং কনওয়ার তাতঘুর।


মিসিসাউগা প্যান্থারস- শোয়েব মালিক, ক্রিস গেইল, আজম খান, জিমি নিশাম, ক্যামেরন ডেলপোর্ট, শাহনেওয়াজ দাহিনি, জাহুর খান, টম কুপার, সেসিল পারভেজ, জ্যাসকারানদিপ বুটার, নভনিত ঢালিওয়াল, নিখিল দত্ত, শ্রেয়াস মভ্যা, প্রবীণ কুমার, মিহির প্যাটেল এবং ইথান গিবসন।


টরন্টো ন্যাশনালস- কলিন মুনরো, শহীদ আফ্রিদি, ফজল হক ফারুকি, জামান খান, সায়েম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, হামজা তারিক, জারহার্ড, এরাসমাস, জোহানেস স্মিথ, ফারহান মালিক, সাদ বিন জাফর, নিকোলাস কীর্তন, আরমান কাপুর, সারমাদ আনোয়ার, রোমেল শাহজাদ এবং উধায়া ভগওয়ান।


ব্রাম্পটন উলভস- হরভজন সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, উসামা মির, হুসেইন তালাত, উসমান খান, লগান ভ্যান উইক, জ্যান ফ্রাইলিঙ্ক, ম্যাক্স ও'ডাউড, জেরেমি জরডন, অ্যারন জনসন, রিজওয়ান চিমা, শাহিদ আহমেদজাই, রিশিভ জোশি এবং গুরপাল সিধু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball