promotional_ad

ছিটকে গেলেন তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

১ ঘন্টা আগে
অনুশীলনে শান্ত-জাকেররা, ক্রিকফ্রেঞ্জি

কোমরের চোট আগে থেকেই অস্বস্তিতে রেখেছিল তামিম ইকবালকে। শঙ্কা ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলাও। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তার।


এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তামিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই তামিম কোমরে ব্যথা অনুভব করছেন। সেই ব্যথার উন্নতি হলেও টেস্ট খেলার মতো ফিট নন এই ওপেনার।


promotional_ad

বিসিবির বিবৃতিতে তামিমের চোট নিয়ে সানি বলেন, 'তামিম কোমরের চোটে ভুগছেন। যেটা তাকে বিভিন্ন সময় পীড়া দিচ্ছে। আমরা চিকিৎসা করেছি তার ব্যথা কমাতে এবং সেটা কার্যকরও হয়েছে। দুর্ভাগ্যবসত সেটা টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থায় উন্নীত হয়নি। তিনি অনেক সময় অস্বস্তি অনুভব করছেন এবং ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় ব্যথা অনুভব করছে। এমনকি পাঁচদিন খেলার মতো শারীরিক প্রস্তুতিও নিতে পারেননি তিনি।'


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

কোমরে ব্যথা নিয়ে রবিবার অনুশীলনে এসেছিলেন তামিম। ব্যাটিংয়ে ৩০মিনিটের বেশি সময় দেননি এই ওপেনার। নকিংয়ে বেশিরভাগ শট ফ্রন্ট ফুটে খেলেন তিনি। বাড়তি কোন কিছু করতে দেখা যায়নি এই ওপেনারকে। যদিও তাকে অস্বস্তিতে ফেলতে পারে এমন ধরণের ব্যাটিং করেননি তামিম।


এর আগে জানা গিয়েছিল, মঙ্গলবার অনুশীলনে পর্যবেক্ষণ করা হবে তামিমকে। সে জন্য সকাল ১০টা বাজে মিরপুরে দলের সঙ্গে অনুশীলনেও আসেন তিনি। কিন্তু ইনডোরে গিয়ে বেশিক্ষণ ব্যাটিং করেননি এই ওপেনার। ২৫-৩০মিনিট অনুশীলন করে ড্রেসিংরুমে চলে যান তামিম।


এদিকে বিশ্বস্ত এক সূত্র ক্রিকফ্রঞ্জিকে নিশ্চিত করেছে, তামিম শেষ পর্যন্ত না খেললে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপর আস্থা রাখবে ম্যানেজম্যান্ট। এ ছাড়া একাদশে ৩ থেকে ৪ পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball