promotional_ad

বাবরের পর শাদাবকে অধিনায়ক চান সরফরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব

১১ এপ্রিল ২৫
শাদাব খান ও সাকলাইন মুশতাক

বেশ কিছুদিন ধরেই বাবরকে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া গুঞ্জন চলছে। গুঞ্জন আছে বাবর অধিনায়ক না থাকলে মোহাম্মদ রিজওয়ান বা শাহীন আফ্রিদিকে অধিনায়ক করতে পারে পাকিস্তান।


যদিও সরফরাজ আহমেদের পছন্দে এই দুজন নেই। তার মতে বাবরের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার সবচেয়ে যোগ্য শাদাব খান। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন শাদাব তিন ফরম্যাটের সঙ্গেই মানিয়ে নিতে পারবেন।


promotional_ad

তিন ফরম্যাটে কাকে অধিনায়ক চান? এমন প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, 'শাদাব খান। ব্যাটিং অর্ডারে সে যেখানে খেলে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে। যদি দেশের বাইরে খেলা হয় বা টেস্ট হয় তাহলে পাঁচ জন বোলারও খেলানো যাবে।'


শাদাবের অলরাউন্ড সক্ষমতার প্রশংসা করে সরফরাজ বলেন, 'পাঁচ বোলারের মধ্যে পঞ্চম বোলার হতে হবে অলরাউন্ডার, যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। যখন আমরা ওয়ানডে বা টি-টোয়েন্টির কথা বলবো সে তিন ফরম্যাটেই মানিয়ে নিতে পারবে।'


চলতি বছরের মার্চেই পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছিল শাদাবের। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এমন পারফরম্যান্সের পর শাদাবের নেতৃত্ব নিয়েও সমালোচনা হয়েছিল।


যদিও সেই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান বা শাহীন শাহ আফ্রিদির মতো নিয়মিত ক্রিকেটাররা। আফগানদের বিপক্ষে পাকিস্তানের দল সাজানো হয়েছিল এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে। সেই পরীক্ষা-নিরীক্ষা অবশ্য সফল হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball