বাবরের পর শাদাবকে অধিনায়ক চান সরফরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
বেশ কিছুদিন ধরেই বাবরকে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া গুঞ্জন চলছে। গুঞ্জন আছে বাবর অধিনায়ক না থাকলে মোহাম্মদ রিজওয়ান বা শাহীন আফ্রিদিকে অধিনায়ক করতে পারে পাকিস্তান।
যদিও সরফরাজ আহমেদের পছন্দে এই দুজন নেই। তার মতে বাবরের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার সবচেয়ে যোগ্য শাদাব খান। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন শাদাব তিন ফরম্যাটের সঙ্গেই মানিয়ে নিতে পারবেন।

তিন ফরম্যাটে কাকে অধিনায়ক চান? এমন প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, 'শাদাব খান। ব্যাটিং অর্ডারে সে যেখানে খেলে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে। যদি দেশের বাইরে খেলা হয় বা টেস্ট হয় তাহলে পাঁচ জন বোলারও খেলানো যাবে।'
শাদাবের অলরাউন্ড সক্ষমতার প্রশংসা করে সরফরাজ বলেন, 'পাঁচ বোলারের মধ্যে পঞ্চম বোলার হতে হবে অলরাউন্ডার, যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে। যখন আমরা ওয়ানডে বা টি-টোয়েন্টির কথা বলবো সে তিন ফরম্যাটেই মানিয়ে নিতে পারবে।'
চলতি বছরের মার্চেই পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছিল শাদাবের। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এমন পারফরম্যান্সের পর শাদাবের নেতৃত্ব নিয়েও সমালোচনা হয়েছিল।
যদিও সেই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান বা শাহীন শাহ আফ্রিদির মতো নিয়মিত ক্রিকেটাররা। আফগানদের বিপক্ষে পাকিস্তানের দল সাজানো হয়েছিল এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে। সেই পরীক্ষা-নিরীক্ষা অবশ্য সফল হয়নি।