প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও বাজবলেই ভরসা স্টোকসের

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
কদিন আগেই ওভালে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে প্যাট কামিন্সের দলকে। অস্ট্রেলিয়া ভালো দল হলেও তাদের বিপক্ষে ‘বাজবল’ তত্ত্বেই খেলবে ইংল্যান্ড। এমনটা নিশ্চিত করেছেন বেন স্টোকস।
সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। জো রুট নেতৃত্ব ছাড়ার আগে ১৭ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। তবে ব্রেন্ডন ম্যাককালাম ও স্টোকসের হাত ধরে বদলে যেতে থাকে টেস্ট ক্রিকেটের ধরন।

তাদের দুজনের অধীনে ভিন্ন ঘরানার টেস্ট খেলতে শুরু করে ইংল্যান্ড। যেখানে আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেই পছন্দ করেন ইংলিশ ব্যাটাররা। যেটাকে বলা হয়ে থাকে ‘বাজবল’ ক্রিকেটে। এমন ঘরানার ক্রিকেটে সাফল্যও পাচ্ছে তারা।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
স্টোকস ও ম্যাককালামের অধীনে ১৩ টেস্টের ১১টিতে জয় পেয়েছে ইংলিশরা। যেখানে বেশিরভাগ সময়ই ওয়ানডে মেজাজে রান তুলেছেন জনি বেয়ারস্টো-বেন ডাকেটরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই এমন কিছু থেকে সরে আসতে চান না ইংল্যান্ডের অধিনায়ক।
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে দেয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার হুমকি সম্পর্কে জানি। যে দলই আমাদের বিপক্ষে খেলুক না কেন। তারা খুবই ভালো দল কিন্তু আমরা এমন কিছু খুঁজে পেয়েছি যা আমাদের কাজে আসছে এবং আমরা সাফল্য পাচ্ছি। প্রতিপক্ষ দেখে এটা বদল হবে না।’
সবশেষ ১২ মাসে পাওয়া সাফল্যের তত্ত্বেই ভরসা রাখছেন স্টোকস। তিনি বলেন, ‘কোনো কিছুই বদল হবে না কারণ আমরা এটাতে দুর্দান্ত সাফল্য পাচ্ছি। অ্যাশেজ সিরিজের জন্য আমরা যদি সবশেষ ১২ মাস থেকে কিছু পরিবর্তন করতাম তাহলে এতদিন যা করেছি তা একেবারে অর্থহীন।’
বাজবলের শুরুর পর থেকে নিউজিল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। যেখানে তারা সাফল্যও পেয়েছে। তবে অ্যাশেজে বাজবল ব্যর্থ হলে কি করবে ইংলিশরা? ম্যাককালাম ও স্টোকসের কাছে বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন স্টিভ ওয়াহ।