ভারতকে বাচ্চাদের মতো জেদ করতে না করছেন আমির

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
৮ মার্চ ২৫
এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। কয়েক মাসের আলোচনার পর এশিয়া কাপ নিয়ে মিলেছে সবুজ সংকেত। যদিও এখন অবদি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ নিয়ে ভারতের অবস্থানকে জেদি বাচ্চাদের সঙ্গে তুলনা করেছেন মোহাম্মদ আমির।
কয়েক মাস আগে সভা শেষে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ জানান, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। নিরাপত্তার কারণে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় তারা। জয় শাহর এমন মন্তব্যের পর শুরু হয় আলোচনা-সমালোচনা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, এশিয়া কাপ পাকিস্তানেই হবে। সেটা না হলে তারা ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এরপর চেয়ারম্যানের পদে পরিবর্তন আসলেও বদলায়নি সুর।

বেশ কিছুদিন একই সুরে কথা বলেছেন বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। তবে ভারতকে না মানাতে পারায় শেষ পর্যন্ত ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব দেয় পিসিবি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব দেয়া হলে সেটা মানতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ
১ ঘন্টা আগে
যে কারণে সেখান থেকে সরে আসতে হয় নাজামের বোর্ডকে। যদিও শেষ পর্যন্ত ‘হাইব্রিড’ মডেলেই এশিয়া কাপ চূড়ান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যেখানে ভারত খেলবে শ্রীলঙ্কায় আর বাকি দেশের ম্যাচগুলো হবে পাকিস্তানে।
এশিয়া কাপ নিয়ে এমন ঘটনায় ভারতের সমালোচনা করেছেন আমির। ক্রিকেটকে শান্তিপূর্ণভাবে হতে দিতে বলছেন পাকিস্তানের সাবেক এই পেসার। এদিকে কদিন আগে পাকিস্তান সফরে এসেছিল আইসিসির পর্যবেক্ষক দল।
সেটির উদাহরণ দিয়ে আমির বলেন, ‘এখানে শুধুমাত্র একটিই মডেল আর সেটি হলো ক্রিকেট। এটাকে সঠিক পথে থাকতে দিন। পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ, যেখানেই হোক না কেন অযথা জেদি বাচ্চাদের মতো আচরণ না করে এটিকে শান্তিপূর্ণভাবে হতে দিন।’
‘কেউ যদি নিরাপত্তা নিয়ে ইস্যু তৈরি করে এমনকি পাকিস্তানও হয়। এখানে চারদিন আগে আইসিসির দল এসেছিল।আমিও ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ছিলাম। পিসিবি তাদেরকে দারুণ সমাদর করেছে।’