লিচের না থাকা ইংল্যান্ডকে ভোগাবে: ম্যাকডোনাল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
মর্যাদার অ্যাশেজ লড়াইয়ের আগ মূহুর্তেই ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন জ্যাক লিচ। বাঁহাতি এই স্পিনারের অনুপস্থিতি মাঠে ভোগাতে পারে ইংল্যান্ডকে, এমনটাই মনে করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
সাদা জার্সি গায়ে বিভিন্ন সময়ে ইংল্যান্ডের তুরুপের ত্রাস হয়ে ওঠা লিচ অ্যাশেজ শুরুর আগেই স্ট্রেস ফ্র্যাকচারের চোটে পড়েন। ইতোমধ্যেই তার বদলি ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রায় দুই বছর পর অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরেছেন মঈন আলী।

মঈন ফিরলেও লিচের অনুপস্থিতি ভোগাবে ইংল্যান্ডকে, এমনটা মনে করছেন ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার এই কোচ বলেন, 'বেন স্টোকসের জন্য এটা অবশ্যই চ্যালেঞ্জের ব্যাপার। কারণ জ্যাক লিচ ইংল্যান্ড বোলিং লাইনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গেছে।'
স্টোকসের অধিনায়কত্বে গত দেড়-দুই বছরে দারুণ ছন্দে ছিলেন জ্যাক। গত এক বছরেই ৪১টি উইকেট নিয়েছেন এই স্পিনার। এদিকে গত দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি মঈন। অবশ্য দলের প্রয়োজনে আরও একবার লাল বল হাতে তুলে নিলেন ৩৫ বছর বয়সী এ স্পিন বোলিং অলরাউন্ডার।
অজিদের সাথে ১১ ম্যাচে ২০ উইকেট নেয়া এই স্পিনারকে অনুরোধ করেই ফিরিয়েছেন স্টোকস। টেস্টে ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের প্রচেষ্টাও ছিল এতে। এমনকি ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কী'ও ভূমিকা রেখেছেন পুরো প্রক্রিয়ায়।
মঈনের প্রত্যাবর্তন নিয়ে ম্যাকডোনাল্ড আরও বলেন, 'কোনো সন্দেহ নেই মঈন প্রস্তত হয়েই দলে ফিরেছেন। তবে জ্যাকের উপস্থিতি দলকে পূর্ণতা দিতো। তার উইকেট তুলে নেয়ার ক্ষমতার ব্যবহার স্টোকস যেভাবে কাজে লাগাতো, তার ফলাফলটা ছিলো অসাধারণ।'