promotional_ad

বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে ৪ পেসারও

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

১ ঘন্টা আগে
অনুশীলনে শান্ত-জাকেররা, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটির আগে আলোচনায় এসেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। মিরপুরের সেই চিরচেনা স্পিনবান্ধব উইকেট এবার আর নেই। তার বদলে দেখা যাচ্ছে ঘাসের উইকেট। আর এমন পেসবান্ধব উইকেটে ৩ থেকে ৪ জন পেসার খেলাতে চান চন্ডিকা হাথুরুসিংহে। যদি ৪ পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তবে ইতিহাসই রচনা করবে তারা। ঘরের মাঠে এর আগে এতো পেসার নিয়ে কখনোই খেলেনি বাংলাদেশ!


মিরপুরের এই পেসবান্ধব উইকেট কয়েকদিন ধরেই আছে আলোচনায়। এমন উইকেটে দলে পেসার বেশি নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের অধিনায়কই। বাংলাদেশ দলের হেড কোচ হাথুরুসিংহের চাওয়াও এমনটাই।


দলে আছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং মুশফিক হাসানের মতো পেসার। এ ছাড়া গত দুই বছরে জাতীয় দলের আশেপাশে থাকা পেসাররাও বিভিন্ন সময়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। দলের পেসারদের নিয়ে তাই দারুণ আত্মবিশ্বাসী হাথুরুসিংহে।


promotional_ad

লঙ্কান এই মাস্টারমাইন্ড বলেন, 'ঘাস সবুজ কারণ শেষ কয়েকদিন বৃষ্টি হয়েছে। আমি মিরপুরে আগেও সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটেই খেলেছি। আগের প্রশ্নের সাথে তাল মিলিয়েই বলতে হয় আমাদের ফাস্ট বোলার আছে, তাই তাদের সুবিধা হয় এমন কন্ডিশনই আমাদের দিতে হবে।'


'আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮জন পেসার আছে যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সাথে কাজ করেছে তারা দারুণ করেছে এটা বলতেই হবে। আর পেসাররাও খুব দ্রুত প্রস্তুত হয়েছে এই পর্যায়ে খেলার জন্য। কালকে আমরা ৩ জন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানি না এখনো, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে তারা ভালো খেলার জন্য প্রস্তুত।'


কন্ডিশন ও উইকেট দেখে আগের দিন লিটন দাস আভাস দেন একাদশে দুজনের বেশি পেসার থাকার। পাশাপাশি আফগানদের মত ভালো স্পিন খেলুড়ে দলের সঙ্গে লড়াই করতে ঘাসের উইকেটে পেসারদের মাঝেই মূল ভরসা দেখেছিলেন ভারপ্রাপ্ত এই টেস্ট অধিনায়ক।


লিটন বলেছিলেন, 'মিরপুরে যখন খেলা হয় তখন স্পিন উইকেটেই খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে ঘাসের উইকেটে কীভাবে খেলি। এটাই দেখার বিষয় আমরা কীভাবে এখানে টিকে থেকে বড় স্কোর করতে পারি। এরকম দলের সঙ্গে এমন উইকেটে খেলতে চাইবেন স্বাভাবিক।'


'আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভবনাই সবচেয়ে বেশি। আপনি কোন উইকেটে খেলতে চাইছেন। যদি ইভেন (দুই দলের জন্য সমান) উইকেটে খেলেন তাহলে আপনার পাঁচটা বোলার লাগবেই। আমি সব সময় ইভেন উইকেটে পাঁচটা বোলার প্রাধান্য দেই।'


এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০১৯ সালের সেপ্টেম্বরে বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। সেবারের উইকেটটি ছিল স্পিনবান্ধব। যদিও সেবার বাংলাদেশকে হারিয়ে দেয়া আফগান স্পিনার রশিদ খান এবারের সিরিজে নেই।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball