promotional_ad

'দেশের হয়ে খেলতে যদি উৎসাহ দিতে হয়, তাহলে সমস্যা আছে’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় ম্যাচটি। তারপরও বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, সব ম্যাচের গুরুত্ব সমান। 


সম্প্রতি শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এক ম্যাচ দিয়ে শিরোপা নির্ধারিত হলেও এটিকে ৩ ম্যাচে করা নিয়েও আলোচনা চলছে। এছাড়া ক্রিকেট বিশ্বে এই ফরম্যাটের গুরুত্ব বেড়েছে বেশ ভালোভাবে। যদিও প্রশ্ন উঠতেই পারে চ্যাম্পিয়নশিপের বাইরের ম্যাচগুলো এখনও কতটুকু আগ্রহ তৈরি করবে?


তাই সংবাদ সম্মেলনে আসা হাথুরুসিংহে প্রশ্ন করা হয় এমন ম্যাচ খেলতে শিষ্যদের কীভাবে অনুপ্রেরণা যোগাচ্ছেন?জবাবে তিনি বলেন, ‘আপনি দেশের হয়ে খেলছেন এখনও! টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে।'


promotional_ad

'এর আগে দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছি। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে ভুল জায়গায় আছে।', যোগ করেন তিনি।


দেশের হয়ে খেলাটাই মূল অনুপ্রেরণা জানিয়ে হাথুরুসিংহে আরও বলেন, ‘আমার নিজের ও আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে এভাবেই দেখি আমি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। আমরা এভাবেই দেখছি এটাকে।’


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে গুরুত্ব বেড়েছে টেস্টের। কিন্তু টি-টোয়েন্টির যুগে এই ফরম্যাট কি টিকে থাকবে? থাকলেও বাংলাদেশের মতো দেশগুলো কীভাবে থাকবে সেখানে? এখন প্রায়ই আসছে এমন প্রশ্ন।


হাথুরুসিংহে নিজে ক্রিকেটার ছিলেন, এখন জাতীয় দলের কোচ। তার ভাবনা কী? বাংলাদেশ দলের হেড কোচ মনে করেন, টেস্টেই আসল পরীক্ষা হয় ক্রিকেটারদের। এই ফরম্যাট টিকে থাকবে বলেও বিশ্বাস তার।


তিনি বলেন, ‘সবমিলিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করেন ক্রিকেট খেলাটা সবার উপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়।'


'বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার স্কিল, মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত হতে চান।’ যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball