promotional_ad

অ্যাশেজে অজিদের সঙ্গে বন্ধুত্ব করতে নারাজ অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

অ্যাশেজে লড়াইটা কখনোই শুধুমাত্র ব্যাটে-বলে নয়, মুখেও তো হয় বেশ জোরালোভাবেই! স্লেজিং, পাল্টা স্লেজিং, সংবাদ সম্মেলন থেকে শুরু করে সবখানেই ক্রিকেটারদের আক্রমণাত্মক মেজাজ দেখা যায়। এবারের অ্যাশেজেও এর ব্র্যাতয় ঘটাতে চান না অ্যান্ডারসন। এ কারণে অস্ট্রেলিয়ানদের সঙ্গে বন্ধুত্ব করতেও নারাজ তিনি। অবশ্য ইংলিশ এই পেসারই বলছেন, এবারের অ্যাশেজটি হতে পারে অনেক ‘বন্ধুত্বপূর্ণ’!


গত এক যুগেরও বেশি সময় বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। এগুলোর সুবাদে ক্রিকেটারদের মধ্যে দূরত্বও কমে আসছে অনেক। অ্যান্ডারসনের কাছে অবশ্য ব্যাপারটি আলাদা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দূরের কথা, সীমিত ওভারের ক্রিকেটেই লম্বা সময় ধরে নেই তিনি।


সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেয়া একটি সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘জানি না কোনো পার্থক্য গড়ে কি না। তবে তাদের ক্রিকেটের বাইরে না জানাটাই আমার ভালো লাগে। হ্যাঁ (আমি তাদের বন্ধু হতে চাই না)। তাদের প্রতিপক্ষ হিসেবেই দেখতে চাই, লড়াইয়ে নামতে চাই।’


promotional_ad

অবশ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর প্রভাব অ্যাশেজে পড়বে বলেই বিশ্বাস অ্যান্ডারসনের। বিশ্বব্যাপি ভিন্ন ভিন্ন ক্রিকেট লিগে এখন একই ড্রেসিংরুম শেয়ার করছেন ক্রিকেটাররা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোলিং বা ব্যাটিংয়ে মাঠেও জুটি গড়ছেন তারা।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

অ্যান্ডারসন আরও বলেন, ‘এখনো হয়তো হয়নি, তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে যত ক্রিকেট হচ্ছে, নানা জাতীয়তার ক্রিকেটাররা একসঙ্গে খেলছে, হয়তো অ্যাশেজের সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি একটু কমিয়ে দেবে। এখনই হবে বলে মনে হয় না। তবে ভবিষ্যতে হবে।’


এদিকে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম যখন নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন, তখন তিনি নাকি প্রতিপক্ষকে স্লেজিংই করতেন না। অন্যদেরও করতে না করতেন। ওদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও স্লেজিংয়ে ‘আগ্রহী’ নন বলে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন।


তাই এবারের অ্যাশেজ ব্যতিক্রমী হবে বলেই ধারণা অ্যান্ডারসনের, ‘সবচেয়ে বন্ধুত্বপূর্ণ অ্যাশেজ? হতে পারে। তবে অ্যাশেজে কিছু না কিছু বেরিয়ে আসে—খেলোয়াড়দের মধ্যে দ্বৈরথের মতো। ২০১৯ সালে (জফরা) আর্চারের সঙ্গে (স্টিভেন) স্মিথের যেমন হয়েছিল। অমন কিছু। তবে নিজেদের দিকেই মনোযোগ আমাদের—আমরা মাঠে কীভাবে বোলিং করতে চাই, ফিল্ডিং সেট করতে চাই।'


'প্রতিপক্ষকে এসব হিসাবের বাইরে রাখতে চাই তাই। আর স্লেজিংয়ের ব্যাপারে—এমন না যে বাজ (ম্যাককালাম) আমাদের করতে বারণ বলেছে, তবে আমার মনে হয় না এ দলটি (এমন করবে)।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball