রশিদহীন আফগানিস্তানকে সমীহ করছেন লিটন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
রশিদ খানের মতো বিশ্বসেরা স্পিনারকে রেখেই বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। যদিও সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তান দলে রশিদের থাকা বা না থাকা নিয়ে ভাবছেন না লিটন দাস। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক আফগানদের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার মনোবল নিয়েই এগিয়ে যেতে চান।
টেস্ট ক্রিকেটে নিয়মিত নয় আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ নিয়ে কেবল ছয়টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে শেষ ম্যাচটি খেলেছে ২০২১ সালের মার্চে। অপরদিকে সেভাবে সাফল্য না পেলেও গত কয়েক বছর নিয়মিতই টেস্ট খেলছে বাংলাদেশ।

ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক দিয়ে আফগানিস্তানের চাইতে ঢের বাংলাদেশ। মূলত এই বিষয়টিই স্বস্তি দিচ্ছে লিটনকে। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ভারপ্রাপ্ত এই অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ
১ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে লিটন বলেন, 'রশিদ থাকলেও যেভাবে সিরিয়াসভাবে নিতাম, না থাকায়ও আমরা ওই ওয়েতে (মনোবল) এগোব। টেস্ট ক্রিকেটে আমাদেরও বিরতি পড়েছে। সর্বশেষ আমরা এপ্রিলে খেলেছি। তারপর একটা সাদা বলের সংস্করণ খেলেছি আমরা। আমার মনে হয় তাদের চেয়ে আমরা একদিক দিয়ে ভালো আমরা অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি।'
'আমাদের ম্যাচুরিটি লেভেলও বেশি কারণ আমরা ক্রিকেটাররা অনেক টেস্ট ক্রিকেট খেলি এখন। তারপরও দিন শেষে আপনি যখন মাঠে ভালো ক্রিকেট খেলবেন না, এক্সুকিউশন করতে পারবেন না তখন কিন্তু এটা নেতিবাচকভাবে কাজ করবে।'
আফগানিস্তান টেস্ট কম খেলার কারণে অবশ্য কিছুটা সমস্যাও হয়েছে বাংলাদেশের। এতে আফগানদের সামর্থ্য সম্পর্কে খুব বেশি জানতেও পারছে না টাইগাররা।
লিটন আরও বলেন, 'অবশ্যই তাদের ক্রিকেটারদের সম্পর্কে আমাদের ধারনা কম। কারণ তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশি খেলেছে। এটা দিয়ে টেস্ট ক্রিকেট বিচার করাটাও কঠিন। আমাদের মাথায় একটা পরিকল্পনা আছে, সেটা যদি আমরা এক্সকিউট করতে পারি অবশ্যই ভালো কিছু হবে।'