promotional_ad

সবাই ১০০ ভাগ বিশ্বাস করে, আমরাই জিতব: শামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা, দ্বিতীয় ইনিংসে থাকছে দুই বল

২০ মার্চ ২৫
ফাইল ছবি

আগের দিনই শার্দুল ঠাকুর জানিয়েছিলেন, দ্যা ওভালে শিরোপা জেতার জন্য যেকোনো লক্ষ্যই অতিক্রম করতে চায় ভারত। এবার তার সঙ্গে সুর মেলালেন মোহাম্মদ শামিও। ভারতের এই পেসারের মতে ৪৪৪ রান তাড়া করে জেতাটা একেবারেই অসম্ভব কিছু নয়। এ নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী ভারতের ড্রেসিং রুম, এমনটাও জানালেন শামি।


এই ম্যাচে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে রোহিত শর্মার দলকে। ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ইংল্যান্ডের। সেবার স্বাগতিকদের সামনে লক্ষ্য ছিল ২৬৩ রানে। সেটিও ১২১ বছরের পুরোনো রেকর্ড।


এ ছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০০৪ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ভারতকে এই রেকর্ডও ভেঙ্গে দিতে হবে।


promotional_ad

শামি বলেন, 'দলের প্রত্যেকেই শতভাগ বিশ্বাস করে যে এই ম্যাচ আমরা জিততে পারি। আমরা সব সময়ই লড়াই করেছি, বিশ্বের বিভিন্ন দেশে ভালো পারফর্ম করেছি। সেই কারণেই বিশ্বাস করছি, সবাই একত্রিত হয়ে এই ম্যাচ জিতব।'


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

দ্যা ওভালে ৪৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। ৭ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৪১ রান তোলেন তারা। এরপর অবশ্য ক্যামেরন গ্রিনের বিতর্কিত এক ক্যাচে ফিরে যান গিল।


দলীয় ৯৩ রানের মধ্যে রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার উইকেটও হারায় দলটি। উইকেটে আছেন বিরাট কোহলি এবং রাহানে। ম্যাচ জিততে শেষদিনে ভারতের দরকার ২৮০ রান, অস্ট্রেলিয়ার দরকার সাত উইকেট।


নিকট অতীতে ভারতের পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে শামিকে, 'সিডনিতে কী হয়েছিল কিংবা ব্রিসবেনে, সে সব নিয়ে ভাবছি না। আমরা এখানে খেলছি। আমরা এই ম্যাচ নিয়েই ভাবছি। আমি মনে করি, টেস্ট ম্যাচ পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত যাওয়া উচিত। এটাই তো সত্যিকারের পরীক্ষা। আমাদের যেমন ভালো ব্যাট করতে হবে জয়ের জন্য, তেমনই ওদেরও কিন্তু হার বাঁচাতে ভালো বোলিং করতে হবে।'


এমনকি নিজেও এই বিশাল লক্ষ্য তাড়া করতে প্রস্তুত শামি, 'আমি সবসময়ই প্রস্তুত। বিশেষ করে ইংল্যান্ডে ব্যাটিং করার জন্য। এখানে জুটির প্রয়োজন। আমি মনে করি, বর্তমান ভারতীয় দলে সকলেই ব্যাটিং করতে পারে। আশা করছি, এই ম্যাচ আমরা জিতবোই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball