এতটাও খারাপ খেলিনি যে ২৬ জনেও থাকবো না: সোহান

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
১ ঘন্টা আগে
বিশ্বকাপের চার মাসেরও কম সময় আছে। এরই মধ্যে বিশ্বকাপের দল গোছাতে ২৬ জনের পুল তৈরি করেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। সেখানে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। যদিও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ব্যাট হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ৫১১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং গড়টা ৪৬.৪৫। স্ট্রাইক রেট প্রায় ৯৫। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার প্রত্যাশায় ছিলেন তিনি। তবে সেই আশা পূরণ না হলেও সোহান মনে করেন কম্বিনেশনের কারণেই হয়তো বাদ পড়েছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেছেন, 'আমার কাছে মনে হয় এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের পুলে থাকবো না। হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি। এটা খুব বেশি মেটার করছে না আমার কাছে। নিজের যে দুর্বল দিকগুলো আছে। একটা সময় পেয়েছি এর মধ্যে মানসিক, শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই। যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি।'

নিয়মিত মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যায় সোহানকে। দুই জায়গাতেই নিয়মিত প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। তবুও নিজের মধ্যে কিছুটা হলেও ঘাটতি অনুভব করছেন সোহান। সেগুলো নিয়েই এখন কাজ করতে চান তিনি।
দল না জিতলে সেঞ্চুরি মূল্যহীন: সোহান
২১ মার্চ ২৫
নিজের পরিকল্পনার কথা খোলাসা করে সোহান বলেন, 'গত ৭-৮ বছর ধরেই আমি খেলে আসছি। মনে হচ্ছে নিজের কাজ করার আরও কিছু জায়গা আছে, আরও ভালো ভাবে ফিরে আসতে হবে। এটা একটা ভালো দিক এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবো।'
ডিপিএলে ভালো করে ক্যাম্পে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাইম শেখ, শামীম পাটোয়ারির মতো ক্রিকেটাররা। সেখানে নিজেকে ব্রাত্য দেখে আফসোসে পুড়ছেন সোহান। জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে নিয়মিত কথা হলেও বাদ পড়া নিয়ে কোনো কথা হয়নি বলে জানালেন এই উইকেটরক্ষক ব্যাটার।
তিনি বলেন, 'আমি সব সময় চিন্তা করি, আমি যদি বাদ পড়ি কীভাবে উন্নতি করে ফিরতে পারবো। সুমন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, রাজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কথা সবার সঙ্গেই হয়। তবে এই প্রসঙ্গে কোনো কথা হয়নি। কোনো একক ব্যক্তির জন্য বাংলাদেশ দল থেমে থাকবে না। বাংলাদেশ দলে যেখানে যাকে দরকার সে সেখানে থাকবে।'
কদিন পরেই বিশ্বকাপ। জাতীয় দলের আশেপাশে থাকা অনেক ক্রিকেটারই বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন। সোহানও এর ব্যতিক্রম নন। নিজে না থাকলেও সোহান জানিয়েছেন বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা আছে বিশ্বকাপে।
দলের প্রতি প্রত্যাশা নিয়ে সোহান বলেন, 'আমরা একটা অভিজ্ঞ দল। এই বছরের বিশ্বকাপে আমাদের খুব ভালো সুযোগ আছে। অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে। আমি খুব বেশি চিন্তা করছি না। প্রসেসটা অনুসরণ করছি। শুধু স্কিল নিয়ে কাজ করছি না। স্কিলের সঙ্গে মানসিকভাবে নিজেকে কীভাবে ওই উচ্চতায় নিয়ে যেতে পারি এটা নিয়েও কাজ করছি।'