অ্যাশেজে স্মিথকে আটকাতে অদ্ভুত পরিকল্পনা আঁটছে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ
৯ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই জ্বলে ওঠে স্টিভ স্মিথের ব্যাট। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩২ টেস্ট খেলে ১১টি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং গড়টা প্রায় ৬০। ইংল্যান্ডের মাঠে সেই গড়টা প্রায় ৬২।
কদিন পরে আরেকটি অ্যাশেজ। আসন্ন এই সিরিজে ইংল্যান্ডের সবচেয়ে বড় হুমকি হতে পারেন তিনিই। সেই ধারণা সামনে রেখেই স্মিথকে নিয়ে ভিন্ন পরিকল্পনা আঁটছে ইংল্যান্ড। দলটির সহ-অধিনায়ক অলিভার পোপ পরিকল্পনা সম্পর্কে খোলাসা না করলেও তিনি জানিয়েছেন স্মিথকে থামাতে তাদের বোলাররাও পরিকল্পনা আঁটছেন।

এ প্রসঙ্গে পোপ বলেন, 'ইংল্যান্ডে ব্যাট করতে সে ভালোবাসে। এটা তো জানা কথাই যে এই কন্ডিশন সে খুব ভালোভাবে চেনে, নিজের খেলাটা এখানে খুব ভালোভাবে বোঝে। তার প্রতি তাই (আমাদের) শ্রদ্ধাবোধ অনেক।'
স্মিথের বিপক্ষে পরিকল্পনা নিয়ে পোপ বলেন, 'আমাদের ড্রেসিং রুমেও দারুণ প্রতিভাবান সব বোলার আছে, যারা তাকে চ্যালেঞ্জ জানানোর উপায় বের করেছে। আমাদের জন্য সেটিই হবে মূল ব্যাপার। খুব বেশি খোলাসা করতে চাই না। তবে এবার কিছুটা ভিন্ন পরিকল্পনা থাকবে।'
একজন ব্যাটার হিসেবে ক্রিকেটীয় ব্যাকরণ মানেন না স্মিথ। তাকে নিয়মিতই অপ্রথাগত বিভিন্ন শট খেলতে দেখা যায়। এমনকি তার বল ছেড়ে দেয়ার ধরনও ভিন্ন। সেই সঙ্গে ক্রিজে তাকে সবসময়ই ছটফট করতে দেখা যায়। স্মিথ প্রতিটি বল নিজের মতো করে সামাল দেন। ইংল্যান্ড স্মিথের সেই ভাবনাতেই ছেঁদ ফেলতে চায়।
এ প্রসঙ্গে পোপের ভাষ্য, 'তার এই ছন্দকেই আমরা ব্যাহত করতে চাই এবং এখান থেকে বের করে আনতে চাই। প্রতিটি বল খেলার আগে তার নিজের রুটিন আছে… কিছুটা লম্বা রুটিন… সেই রুটিন শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রস্তুত থাকেন না। তবে হ্যাঁ, তার এই মনোভাবই তাকে এতটা সফল করেছে।'
স্মিথ রান করুক বা না করুক নিজেদের পরিকল্পনায় স্থির থাকবে ইংল্যান্ড। সেই লক্ষ্যের কথা জানিয়ে পোপ বলেন, 'আমরা পুরোপুরি জানি, ঠিক কীভাবে তিনি এগোবেন, কোন পথে রান করতে চাইবেন এবং ৫ ম্যাচের পুরো সিরিজে সেই জায়গা থেকে তিনি সরবেন না, তা তিনি প্রথম ২-৩ ম্যাচে রান করুন বা না করুন। তার ধরন যেহেতু আমরা জানি, এখন আমাদের ব্যাপারটি হলো নিজেদের পরিকল্পনা যতটা সম্ভব বাস্তবায়ন করা।'