promotional_ad

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

৮ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা পাকিস্তানে। তবে দুটি আসরেরই আয়োজক বদলে যাচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে ২০২৪ বিশ্বকাপ না হলেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করা হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে।


২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পারে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এদিকে এশিয়া কাপের পর আরেকটি টুর্নামেন্ট হারানোর শঙ্কায় পড়েছে পাকিস্তান। বেশ কিছুদিন ধরেই ভারতের অনাপত্তিতে এশিয়া কাপ নিয়ে দোলাচল শুরু হয়েছে।


promotional_ad

এমনকি পিসিবির পক্ষ থেকে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ভারত। এমন অবস্থায় পাকিস্তানকে ছাড়াই শ্রীলঙ্কাতে হতে পারে এশিয়া কাপ। এরই মধ্যে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি নেয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে।


আরো পড়ুন

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

৫ ঘন্টা আগে
ইসলামাবাদের অনুশীলন জার্সিতে মাইক হেসন

এখনও অবশ্য আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। এশিয়া কাপ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়ার পক্ষে মত দিয়েছে আইসিসির ব্রডকাস্ট রাইটস হোল্ডাররাও। তারাও এই বিষয়টির সুষ্টু সমাধান চান।


অবশ্য এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের আয়োজক দেশগুলো এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তিতে সাক্ষর করেনি।


আগামী জুলাইতে ডারবানে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই চুক্তি সাক্ষরের কথা রয়েছে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিতে পারে আইসিসি। এমনকি পাকিস্তানকে দেয়া হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball