promotional_ad

স্মিথের সেঞ্চুরি, ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনও নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। আগের দিন সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড অবশ্য এ দিন বেশীক্ষণ টিকতে পারেননি। সেঞ্চুরি করে ফিরে গিয়েছেন স্টিভ স্মিথও। শেষের বোলিং দাপটে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানেই আটকে ফেলে ভারত। যদিও স্বস্তিতে নেই রোহিত শর্মার ভারত। পাঁচ উইকেটে ১৫১ রান তুলে দ্বিতীয় দিন কোনোমতে শেষ করল তারা।


ফলো-অন এড়াতে এখনও ১১৯ রান চাই তাদের। উইকেটে আছেন ৭১ বলে ২৯ রান করা আজিঙ্কা রাহানে। তাকে সঙ্গ দিচ্ছেন ১৪ বলে ৫ রান করা শ্রিকার ভারত। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন।


ব্যাটিংয়ে নেমে ৩০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ভারত। আইপিএলে টানা ব্যর্থ হওয়া রোহিত এ দিন ২৬ বলে ১৫ রান করে কামিন্সের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে বিদায় নেন। বোল্যান্ডের করা পরের ওভারেই বোল্ড হয়ে ফিরে যান আইপিএলে অসাধারণ পারফর্ম করা শুভমান গিল।


ফেরার আগে করেন ১৫ বলে ১৩ রান। দলীয় ৫০ রানে চেতেশ্বর পূজারার উইকেট হারায় ভারত। তাকে বোল্ড করে ফেরান ক্যামেরন গ্রিন। পূজারার ব্যাটে আসে ২৫ বলে ১৪ রান। ১৯তম ওভারে ফিরে যান বিরাট কোহলিও।


promotional_ad

৩১ বলে ১৪ রান করে স্টার্কের বলে স্লিপে ক্যাচ তুলে ফিরে যান কোহলি। ৭১ রানে চার উইকেট হারায় ভারত। তারপর ভারতকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা এবং রাহানে। ৭১ রানের জুটি গড়েন তারা।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

যদিও হাফ সেঞ্চুরি করা হয়নি জাদেজার। ৫১ বলে ৪৮ রান করে লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনিও।


দ্যা ওভালে এর আগে ব্যাটিংয়ে নেমেই দেড়শর মাইলফলক স্পর্শ করেন হেড। একটু পর কাঙ্খিত সেঞ্চুরির দেখা পান স্মিথ। আগের দিন এই দুজন যথাক্রমে ৯৫ এবং ১৪৬ রানে অপরাজিত ছিলেন।


এ দিন অবশ্য সিরাজের দাপটে বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ৩৬১ রানে হেডের উইকেট হারায় তারা। ১৭৪ বলে ১৬৩ রান করে উইকেটরক্ষক ভারতকে ক্যাচ দিয়ে ফেরেন হেড। উইকেটটি নেন সিরাজ।


চটজলদি ফিরে যান গ্রিনও। ৭ বলে ৬ রান করে ফিরে যান গ্রিন। দলীয় ৩৮৭ রানের মধ্যে স্মিথও ফিরে যান। ২৬৮ বলে ১২১ রান তুলে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরে যান স্মিথ। তারপর অস্ট্রেলিয়াকে সাড়ে চারশ রান পার করান আলেক্স ক্যারি।


৬৯ বলে ৪৮ রান করেন তিনি। ভারতের হয়ে ১০৮ রান খরচায় চার উইকেট নেন সিরাজ। দুটি করে উইকেট নেন শামি এবং শার্দুল। একটি উইকেট নেন জাদেজা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball