promotional_ad

রাবাদাকে অনুসরণ করেন মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টি খেলার অনুমতি পেয়ে বিপিএলে দল পেলেন মুশফিক

৩০ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

সবশেষ জাতীয় ক্রিকেট লিগে বাজিমাত করেছেন মুশফিক হাসান। অসাধারণ পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন এই পেসার। দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মুশফিক। নিজ দেশের পেসারদের কাছ থেকে প্রেরণা নিয়ে সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে অনুসরণ করে ছুটতে চান তিনি।


সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করতে পারেননি মুশফিক। ‘এ’ দলের সিরিজেও আহামরী পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবারের এনসিএলে ৬ ম্যাচে ২৫ উইকেট নিয়ে আলো ছড়ান তিনি।


সঠিক জায়গায় নিয়মিত বোলিং করতে পারায় মুশফিককে নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। রংপুর বিভাগের হয়ে দারুণ গতিতে বোলিং করতে দেখা গেছে তাকে। দারুণ গতির পাশাপাশি মাঝেমধ্যে স্কিডও করে মুশফিকের বলে।


promotional_ad

সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, শরিফুল ইসলামদের প্রত্যেকেই ক্রমাগত শাণিত করছেন নিজেদের। নিজ দলের পেসারদের অনুপ্রেরণা মানেন মুশফিক।


আরো পড়ুন

জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি

২৩ মিনিট আগে
বাংলাদেশের উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

আর বিশ্ব ক্রিকেটে মুশফিকের অনুপ্রেরণা রাবাদা। বিশ্ব ক্রিকেটে নিজের আইডল প্রসঙ্গে জিগ্যেস করা হলে মুশফিক বলেন, 'এখন আমি প্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। আমি অনুসরণ করি রাবাদাকে।'


২০১৮ সালে লালমনিরহাটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট শুরু করেন মুশফিক। এরপর বিভাগীয় কোচের নজরে পড়ে ঢুকে যান বয়সভিত্তিক দলে। তারপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েও রেখেছেন সামর্থ্যের ছাপ।


সাফল্যের পথে এক পা করেই এগিয়েছেন তিনি। গত বছর প্রথম শ্রেণীতে অভিষেক, এরপর 'এ' দলের হয়েও সুযোগ পেয়ে চিনিয়েছেন নিজের জাত। প্রথম শ্রেণিতে তার বোলিংয়ের কারণেই জাতীয় দলে সুযোগ মিলেছে তার, বিশ্বাস মুশফিকের।


তিনি আরও বলেন, 'আমি মনে করি, প্রথম শ্রেণীর ম্যাচ অনেক ভালো খেলেছি। ওখানে ভালো খেলার সুবাদে আমাকে হয়ত ডাকা হয়েছে (টেস্ট দলে)।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball