ওয়ানডে মেজাজে হেডের সেঞ্চুরি, অপেক্ষায় স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
সবুজাভ উইকেটে টস জিতে আগে বোলিং নিয়ে দারুণ শুরু করে ভারত। ২৫ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার তিন উইকেটও ফেলে দেয় রোহিত শর্মার দল। যদিও ট্রাভিস হেডের ওয়ানডে মেজাজের সেঞ্চুরি এবং স্টিভ স্মিথের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে বাকি দিনে আর কোনও সমস্যায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৮৫ ওভারে তিন উইকেটে ৩২৭ রান।
মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজের সৌজন্যে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শুরুটা দারুণ করে ভারত। নতুন বলে অস্ট্রেলিয়ান ওপেনারদের বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলেন এই দুজন। সাফল্যের দেখা মিলে সিরাজের হাত ধরেই। তার অফ স্টাম্পের বলে কিপারের গ্লাভসে ধরা পড়ে শূন্য রানে ফেরেন উসমান খাওয়াজা।
শুরুর বিপদ কাটিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশেন। উমেশ যাদবকে একই ওভারে চারটি চার মেরে আক্রমণের বার্তা দিয়ে যান ওয়ার্নার। ভালোভাবেই আগাচ্ছিলেন দুজন।

যদিও লাঞ্চ বিরতির আগে খেই হারিয়ে ফেলেন ওয়ার্নার। রবিচন্দ্রন অশ্বিনের বদলে ভারতীয় দলে সুযোগ পাওয়া শার্দুল ঠাকুরের লেগ স্টাম্পের বাইরের শর্ট পুল করার চেষ্টায় উইকেটরক্ষক কেএস ভারতের দারুণ ক্যাচে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। ফেরার আগে করেন ৬০ বলে ৪৩ রান।
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
৫ ঘন্টা আগে
বিরতি থেকে ফেরার পরপর আঘাত হানেন শামি। তার সোজা বলে ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড হয়ে যান টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার ল্যাবুশেন। ৬২ বলে ২৬ রান করেন তিনি।
৭৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপরই উইকেটে এসে পাল্টা আক্রমণ শুরু করেন হেড। প???রথম ১৯ বলে তিনি করেন ২৮ রান। এরপর ভারতের ফিল্ডাররা ছড়িয়ে ছিটিয়ে গেলে ব্যাট কিছুটা ধীরে চালান তিনি। বাঁহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরি পূরণ করেন ৬০ বলে। চা বিরতিতে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১৭০।
শুরু থেকে ধীরস্থির ব্যাটিংয়ে এগোনো স্মিথ হাফ সেঞ্চুরিতে পা রাখেন ১৪৪ বলে। এর একটু পরই হেড সেঞ্চুরিতে পা রাখেন ১০৬ বলে। বাকি সময়টাইয় আর উইকেটের দেখা পায়নি ভারত। ফিল্ডিংয়ে দিন পার করে তারা।
১৫৬ বলে ২২টি চার ও একটি ছক্কায় ১৪৬ রান তুলে অপরাজিত আছেন হেড। স্মিথও আছেন সেঞ্চুরির খুব কাছে। ২২৭ বলে ১৪টি চারে ৯৫ রান করেছেন তিনি।