promotional_ad

মিরপুরে অনুশীলনে সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। সেড়ে উঠতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগলেও দেশে ফিরে ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এসেছেন মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে।


এদিন সকাল ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। আনুমানিক সাড়ে ৯টা বাজে মাঠে প্রবেশ করেন সাকিব। শুরুতে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করেন এরপর চলে যান সহকারী কোচ নিক পোথাসের কাছে। যেখানে এই কোচ ক্রিকেটারদের শর্ট ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন।



promotional_ad

মুশফিকুর রহিমের পেছনে দাড়িয়ে এই অনুশীলন খানিকটা সময় দেখেন সাকিব। এরপর নতুন ডাক পাওয়া মুশফিক হাসানের সঙ্গে খানিকক্ষণ আলাপ করে অনুশীলন শুরু করে দেন এই অলরাউন্ডার। এই মুহূর্তে মূল মাঠে ট্রেইনারকে নিয়ে রানিং করছেন সাকিব।


আয়ারল্যান্ড সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে মঙ্গলবার বাংলাদেশে আসেন তিনি। এসেছিলেন মিরপুর স্টেডিয়ামেও। মূলত চোটের সবশেষ অবস্থা জানতে এক্স-রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হন তিনি।


সে সময় দলকে নিয়ে ইনডোরে অনুশীলন চালাচ্ছিলেন হাথুরুসিংহে। প্রধান কোচের সঙ্গে দেখাও করেন সাকিব। যদিও মিনিট তিনেকের বেশি সময় চলেনি তাদের কথাবার্তা। এরপর গাড়ি নিয়ে মিরপুর ছাড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার।



সবশেষ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার। 


এদিকে টেস্টে না থাকলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছেন সাকিবের। ঈদের পর তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আবারও বাংলাদেশে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশে কাজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব, ফিরবেন ঈদের পর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball