promotional_ad

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাসকিনকে

৩ ঘন্টা আগে
অনুশীলনে তাসকিন আহমেদ, বিসিবি

গত দুই বছরে আইপিএল, পিএসএল, ইংলিশ কাউন্টির মতো বড় বড় আসরগুলোতে খেলেননি তাসকিন আহমেদ। মূলত এই সময়ে দেশের হয়ে খেলা থাকার কারণে বা কখনো দেশের হয়ে খেলতে ফিট থাকার জন্যে এসব আসরে খেলা হয়নি বাংলাদেশের এই পেস তারকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) অনাপত্তিপত্র দেয়নি তাসকিনকে। দেশের হয়ে খেলতে পেরে সবসময়ই গর্বিত তাসকিন। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগ বা কাউন্টিতে না খেলতে পারায় কিছুটা হলেও হতাশ তিনি।


চোটের কারণে সবশেষ আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি তাসকিন। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে না খেলানোর সম্ভাবনাই বেশি। কারণ ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।


যদিও আফগানদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে আছেন ডানহাতি এই পেসার। সম্প্রতি তাসকিনকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছিলেন ইয়র্কশায়ারের প্রধান কোচ ওটিস গিবসন। ঘুরিয়ে ফিরিয়ে তাকে খেলানোর প্রস্তাব দেয়া হলেও সেটা মানেনি বিসিবি। যে কারণে ইংলিশ কাউন্টিতে খেলা হচ্ছে না তাসকিনের।


promotional_ad

তাসকিন বলেন, 'দেখেন একজন ক্রিকেটার হিসেবে লিগ কে না খেলতে চায়, সবাই চায়। এটাও চিন্তা করতে হবে যে ন্যাশনাল কমিটমেন্টের সময় কীভাবে যাই। যেহেতু আমি তিন ফরম্যাটে খেলছি ওই সময়টায় খেলা কঠিন। তবে যখন ফ্রি টাইম থাকে, তখন না খেলতে পারলে খারাপ লাগে। আশা করছি, ভবিষ্যতে আরও সুযোগ আসবে। মাঝেমধ্যে খারাপও লাগে, একদম যে ভালো লাগে তা না। খারাপ লাগে যে লিগ মিস করছি।'


আরো পড়ুন

জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি

৪৬ মিনিট আগে
বাংলাদেশের উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

এর আগে ইংলিশ কাউন্টি ছাড়াও আইপিএল ও পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। গত বছর সাউথ আফ্রিকা সফরের সময় তাকে পেতে চেয়েছিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।


বাংলাদেশের খেলা থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। আর সবশেষ পিএসএলে তাকে পেতে চেয়েছিল মুলতান সুলতানস। মোহাম্মদ রিজওয়ানের দলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।


এ ছাড়া গত বছরও কাউন্টি ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। যদিও সেবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয়নি তাকে। এদিকে তাকে পেতে হাল ছাড়ছেন না গিসবন। এবার না পেলেও পরের বছর তাসকিনকে পাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের সাবেক এই বোলিং কোচ।


আর সুস্থ থাকলে ফ্রি টাইম গুলোতে খেলতে চান তাসকিন নিজেও, 'সুস্থ থাকতে পারলে, নিজের দেশের হয়ে খেলতে পারলে এটা অনেক ভালো লাগে। আমি চাই বাংলাদেশের হয়ে নিয়মিত খেলতে। সুস্থ থাকতে। এর পাশাপাশি নিজের ব্যক্তিগত কিছু অর্জনের জন্য লিগগুলোতেও খেলতে চাই। আশা করি ভবিষ্যতে ফ্রি টাইমে যখন সুযোগ পাব, খেলব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball