promotional_ad

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি

২ ঘন্টা আগে
বাংলাদেশের উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

এফটিপিতে না থাকলেও ২০২৭ সালের আগে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে ইংল্যান্ড! মাসতিনেক আগে এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করে ক্রিকফ্রেঞ্জি। নতুন খবর ২০২৪ কিংবা ২০২৫ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যেতে পারে বাংলাদেশ। সাকিব আল হাসানদের পাশাপাশি জিম্বাবুয়েকেও ডাকার কথা ভাবছে ইংলিশরা। এমন খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ।


সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। মাঝে ১৩ বছর কেটে গেলেও এই সময়ের মাঝে ইংলিশদের মাটিতে বেন স্টোকসদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি তামিম ইকবালদের। এফটিপি অনুযায়ী, আগামী ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।


promotional_ad

যেখানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে এফটিপির বাইরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ডাকার পরিকল্পনা আঁটছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমসিসি ও ইসিবির চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে লর্ডসে দুটি করে টেস্ট আয়োজন করা যাবে।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

২০২৪ ও ২০২৫ সালে ঘরের মাঠে পাঁচটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড। সেসময় আরও একটি করে টেস্ট খেলার সুযোগ থাকছে তাদের হাতে। দুর্বল দলগুলোর কাছে টেস্টকে আরও জনপ্রিয় করে তুলতেই জিম্বাবুয়ে ও বাংলাদেশকে ডাকার কথা ভাবছে ইসিবি। ২০২৪ কিংবা ২০২৫ সালের যেকোনো একটি সময়ে বাংলাদেশকে ডাকতে পারে তারা।


এ প্রসঙ্গে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি বলেছেন, ‘ইসিবি এই মুহূর্তে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবছে। তারা এমন উপায় খুঁজছে, যাতে অন্যরা শুধু টেস্ট ক্রিকেট খেলতেই উৎসাহী না হয়, ক্রিকেটারদের যেন তারা ভালো পারিশ্রমিক দেন। এর ফলে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।’


লর্ডসে টেস্ট আয়োজন করে আর্থিকভাবে লাভবান হওয়ারও সুযোগ থাকছে ইসিবির কাছে। ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও বরাবরই গ্যালারিতে রাজত্ব করেন বাংলাদেশের সমর্থকরা। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ সেটারই প্রমাণ। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও গ্যালারি ভর্তি ছিল বাংলাদেশের দর্শকরা। সেটাকে কাজে লাগাতে চায় ইসিবি।


গ্রীষ্মে লর্ডসে টেস্ট আয়োজন নিয়ে এমসিসির প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার টেলিগ্রাফকে বলেছেন, ‘আমরা ২০২৪ সালে লর্ডসে দুটি টেস্ট ম্যাচ আয়োজন করতে চাচ্ছি খুব করেই। আমরা মনে করি, লর্ডসে প্রতি গ্রীষ্মেই দুটি করে টেস্ট আয়োজনের সুবিধা আছে। লর্ডসের মতো মাঠকে টেস্ট ক্রিকেটের জন্য বেশি করে ব্যবহারের উদ্দেশ্যের পাশাপাশি আর্থিক ব্যাপারটিও এখানে জড়িত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball