১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

ফেভারিট হিসেবে শুরু করলেও সবশেষ দশকে আইসিসির টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে ভারত। ২০১৩ সালের পর ঘরে তুলতে পারেননি আইসিসির কোনো শিরোপা। লম্বা সময় ধরে ট্রফি জিততে না পারলেও রাহুল দ্রাবিড় বলছেন এসব নিয়ে তাদের কোনো চাপ নেই।


একবিংশ শতাব্দীতে সময় যত বেড়েছে ভারতের ক্রিকেট ততই এগিয়েছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি যেন সেটারই প্রমাণ। সবশেষ কয়েক বছরে নিজেদের একেবারে অপ্রতিরোধ্য করে তুলেছেন বিরাট কোহলিরা।


promotional_ad

দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মতো দলগুলোকে তাদের মাটিতেই গিয়ে অনায়াসে হারাচ্ছে ভারত। তবে আইসিসির টুর্নামেন্ট খেলতে গেলেই তাদের সঙ্গেই পেরে উঠতে পারছে না তারা। ২০১৩ সালের মহেন্দ্র সিং ধোনির অধীনে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর পেরিয়ে গেছে এক দশক।


আরো পড়ুন

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

৮ ঘন্টা আগে
সেঞ্চুরির পর জো রুট, ইসিবি

এই সময়ের মাঝে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে কোহলি-রোহিত শর্মারা। এ ছাড়া ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে তারা। সবকটিতেই শিরোপা হাতছাড়া করেছে ভারত।


৭ জুন ওভালে শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের হারিয়ে শিরোপা খরা কাটানোর সুযোগ থাকছে ভারতের সামনে। এক দশক ধরে শিরোপা না জিতলেও চাপের কিছু দেখছেন না ভারতের প্রধান কোচ।


রাহুল দ্রাবিড় বলেন, ‘না, একদমই না। আমরা আইসিসি ট্রফি জেতার কোনো চাপ অনুভব করছি না। জিততে পারলে অবশ্যই দারুণ হবে। তবে আমরা যা করেছি, সেটা দেখুন। এটা কিন্তু দুই বছর ধরে ভালো খেলার ফল।’


ভারতের ধারাবাহিক ভালো করা নিয়ে তিনি বলেন, ‘পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান থেকে অনেক ইতিবাচক কিছু নেয়ার আছে। অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা, ড্র করা। গত ৫-৬ বছরে বিশ্বের যে জায়গাতেই খেলুক না কেন, এই দলটা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আইসিসি ট্রফি থাকুক বা না–থাকুক—এই বিষয়গুলো পরিবর্তন হবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball