ফাইনালে ভারতের একাদশে দুই স্পিনার চান চ্যাপেল
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
৬ ঘন্টা আগে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে দুই স্পিনারকেই দেখতে চান গ্রেগ চ্যাপেল। ভারতের সাবেক এই কোচের মতে দলের অন্যতম সেরা দুই বোলার হিসেবে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন- দুজনেরই ম্যাচটি খেলা উচিত।
৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ইংলিশ কন্ডিশনে টেস্ট হওয়ায় দুই দলের একাদশেই প্রাধান্য পাবেন পেসাররা। সেক্ষেত্রে একাদশে এক স্পিনার রেখেই মাঠে নামতে পারে ভারত।

যদিও চ্যাপেলের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সাবেক এই অজি ক্রিকেটারের মতে, বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ হলেও জাদেজা এবং অশ্বিন- দুজনকেই খেলানো উচিত। ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি ইকোনমিক্যাল বোলিংয়ের জন্য জাদেজা এবং ক্রিকেট নিয়ে সূক্ষ্ম জ্ঞানের কারণে অশ্বিনকে খেলানো উচিত বলে মনে করেন তিনি।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
চ্যাপেল বলেন, 'আপনি যদি আমাকে জিগ্যেস করেন, আমি মনে করি ভারতের দুই স্পিনার খেলানো উচিত। ভারতের হয়ে অশ্বিন এবং জাদেজা দুজনই অসাধারণ এবং আপনাকে আপনার সেরা বোলারদের নিয়েই নামতে হবে।'
'জাদেজা যদিও বেশি উইকেট নেয় না, তবে সে সেভাবে রান দেয় না এবং একপ্রান্ত আগলে রাখে। এটাই ফাস্ট বোলারদের স্বস্তি দেবে। আর টেস্টে গত কয়েক বছর ধরে জাদেজার বোলিং বেশ ভালো। আর অশ্বিনের ব্যাপারে যা বলব, সে এই প্রজন্মের অন্যতম সেরা একজন। সে অনেক গভীরে গিয়ে ভাবে যা তাকে আলাদা করে রাখে।'
ভারতের ফাইনালের স্কোয়াডে আছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দুল ঠাকুর এবং জয়দেব উনাদকাট। এরা থাকায় দলটির বোলিং লাইনআপ অস্ট্রেলিয়ার চাইতে কোনো অংশে কম নয় বলে মানছেন চ্যাপেল।
তিনি আরও বলেন, 'আমার মনে হয় না অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের বোলিং লাইনআপ কোনো অংশে কম। শামি খুবই ভালো বোলার এবং সিরাজ আইপিএলে দারুণ ছন্দে ছিল। অস্ট্রেলিয়ানরা ভারতীয়দের যেভাবে কঠিন পরিক্ষায় ফেলবে, ঠিক তেমনি তারাও (ভারতীয়রা) অস্ট্রেলিয়ানদের জন্য ম্যাচটিকে কঠিন করে তুলবে।'