promotional_ad

শুরুর আগেই অ্যাশেজ শেষ লিচের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে টেস্ট অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন জ্যাক লিচ। গত পাঁচ বছরে ৩৫ ম্যাচে নিয়েছেন ১২৪ উইকেট। বেন স্টোকস নেতৃত্ব নেয়ার পর ইংল্যান্ডের খেলা ১৫ ম্যাচেই তিনি একাদশে ছিলেন।


যদিও তাকে ছাড়াই এবার অ্যাশেজ মিশনে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই চোটে পড়েছিলেন তিনি। 


promotional_ad

এরপর স্ক্যান করানো হলে জানা যায় তার ফ্র্যাকচার ধরা পড়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিচ। তার মতো অভিজ্ঞ এক স্পিনারকে হারিয়ে অ্যাশেজের আগে নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড।


ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘সমারসেটের ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার শনিবারে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ম্যাচে পিঠে কিছুটা ব্যথার উপসর্গ অনুভব করেছিল। লন্ডনে রবিবারের একটি স্ক্যান করার পর তার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এর ফলে আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড যথাসময়ে অ্যাশেজ সিরিজের জন্য তার বিকল্প ঘোষণা করবে।'


গত শনিবার অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করে ইংল্যান্ডে। সেখানে ছিলেন লিচও। অভিজ্ঞ এই স্পিনার না থাকায় বিকল্প স্পিনারের খোঁজ করতে হবে ইংল্যান্ডকে।


ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে লিচের বিকল্প হওয়ার দৌড়ে আছেন তিন স্পিনার রেহান আহমেদ, উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন। এর বাইরে আলোচনায় আছেন ডম বেস ও লিয়াম ডসনও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball