promotional_ad

এক সময় ফ্র্যাঞ্চাইজিগুলোই ক্রিকেট নিয়ন্ত্রণ করবে: কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলের প্রাইজমানি ঘোষণা

১১ এপ্রিল ২৫
পিএসএলের শিরোপা হাতে ইসলামাবাদের ক্রিকেটাররা, পিএসএল

বিশ্ব জুড়ে জনপ্রিয় এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের সিরিজ বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকেই প্রাধান্য দিচ্ছেন। এটাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সতর্কবার্তা বলে মনে করেন প্যাট কামিন্স।


সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ৭ জুন ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনালের দলে থাকা দুই দলের অনেক ক্রিকেটারই সদ্য আইপিএল খেলে এসেছেন। কামিন্সও এক সময় আইপিএলে খেলেছেন। এবার অবশ্য এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।


promotional_ad

কামিন্স মনে করেন আইপিএল এখন অনেকটাই ভিন্ন। এক দশক আগের মতো নেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের মতে আইপিএলের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রভাবিত হচ্ছে। এ কারণেই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলোয়াড়দের পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

১৩ মিনিট আগে
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

কামিন্স বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই মাথায় ভাবনাটা ঘুরছে আমার। খেলোয়াড়দের পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের আর একচেটিয়া অধিকার নেই। এক দশক আগে থেকে এই পর??বর্তনটা শুরু করেছে আইপিএল। এখন আরও নতুন কিছু বিষয় যুক্ত হতে চলেছে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’


কামিন্সের চাওয়া ক্রিকেটাররা যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। অবশ্য অস্ট্রেলিয়ার এই অধিনায়ক মনে করেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দেয়া বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দেয়াও সম্ভব নয়। এই বিষয়টি তিনি ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছেন।


কামিন্সের ভাষ্য, ‘আমাদের চেষ্টা করতে হবে অস্ট্রেলিয়ার জন্য সেরাটা দেওয়ার। দেশের জার্সি গায়ে যতটা সম্ভব ভালো পারফরম্যান্স করার। সবাইকে অস্ট্রেলিয়ার হয়ে সেরা খেলাটা খেলতে হবে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। বিষয়টা অনেকটাই আমাদের উপর নির্ভর করছে। আমাদের সবাইকে এটা নিয়ে গভীর চিন্তা-ভাবনা করতে হবে। কয়েক বছর আগের কথা ভাবলে দেখবেন, আন্তর্জাতিক সূচি অন্য রকম ছিল।’


ক্রিকেট ধীরে ধীরে ফুটবলের পথে এগোচ্ছে বলেও ধারণা কামিন্সের। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে ফ্র্যাঞ্চাইজ়িগুলো ক্রিকেটারদের বেশ কিছু সুযোগ সুবিধা দেয়। যেগুলো অস্বীকার করা যায় না। ক্রিকেটারদের সেগুলো আকৃষ্ট করে। এ জন্য ক্রিকেটারদের দোষ দেওয়া যায় না। কারণ বিকল্প সুযোগ গ্রহণ করা দোষের নয়। মনে হচ্ছে এমন একটা দিন আসতে চলেছে, যখন ফ্র্যাঞ্চাইজ়িগুলোই সব নিয়ন্ত্রণ করবে। এটাই বাস্তব। অন্য খেলাতেও এমন দেখা যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball