promotional_ad

‘আবেগের জায়গা নেই, বাংলাদেশের যাকে প্রয়োজন বিশ্বকাপ দলে সে থাকবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদকে দেখছেন না খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের মাসখানেক আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার হলে নিয়মিতই বাংলাদেশের স্কোয়াডে থাকা হতো মাহমুদউল্লাহর। এবার আবারও পুরোনো কথাকেই সমর্থন করলেন তিনি। জানালেন, আবেগ দিয়ে ভাবার কোনোই সুযোগ নেই, বিশ্বকাপে বাংলাদেশ দলে যাকে প্রয়োজন তাকেই খেলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।


কয়েকমাস আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। কারণ হিসেবে বলা হয়েছিল তরুণদের তৈরি করতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ নিয়ে জলঘোলাও হয়েছে অনেক।


এর কয়েকদিন পর আয়ারল্যান্ডের মাটিতে আবারও ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। যথারীতি এবারও বাংলাদেশ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। সামনেই ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দলটির প্রস্তুতি ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের ক্ষেত্রে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই বলে মনে করছেন সুজন।


promotional_ad

যমুনা টিভিকে তিনি বলেন, 'এটা বাংলাদেশ ক্রিকেট দল, আবেগের কোনো জায়গা না। এখানে পারফরম্যান্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাবো। এমনকি মাশরাফীকে প্রয়োজন হলে তাকেও খেলাবো। এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটার জন্য বিসিবি তো লোক রেখেছে। আর তারা বেতনভুক্ত।'


আরো পড়ুন

জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি

৪ ঘন্টা আগে
বাংলাদেশের উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

'মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত। এটা তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টর ওপর, তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে।'


নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ঘরের মাঠ চলমান ইংল্যান্ড সিরিজ। কোথাও জায়গা হয়নি তার। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে তার ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে। রানে থাকলেও স্ট্রাইক রেটের প্রত্যাশা মেটাতে পারছে না তার ফিনিশার ভূমিকার।


মাহমুদউল্লাহর ব্যাটিং-ফিল্ডিংয়ে যে বয়সের ছাপ পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এক সময় বাংলাদেশের লোয়ার অর্ডারের ভরসা ছিলেন মাহমুদউল্লাহ। দলের বিপর্যয়ে হাল ধরতেন আবার কখনও ম্যাচ বের করে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসাতেন। অথচ সেই মাহমুদউল্লাহই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অবশ্য তিনে রয়েছেন তিনি।


এই সময়ে ৩৬ ম্যাচে ৯৭৪ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। প্রায় চল্লিশ গড়ে রান তোলা মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ৭৪.০১। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করেন সেখানে এমন স্ট্রাইক রেট খানিকটা বেমানানই বটে। দ্রুত রান তুলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে ৩৭ বছর বয়সি এই ব্যাটারকে। যদিও মাহমুদউল্লাহ বা অন্যান্য সিনিয়রের সম্মানজনক বিদায় চান সুজন।


তিনি আরও বলেন, 'তাদের (সিনিয়রদের) বিদায়টা যেন সম্মানের হয়, তা বোর্ডের সবায় চায়। কিন্তু অবস্থা যদি এমন হয় যখন তারা না বুঝে, তখন আমাদেরও কিছু করার থাকে না। এ সময় একটা কঠিন জায়গায় দাঁড়াতে হয়।'


মাসখানেক আগে বাংলাদেশের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ জায়গা পাবেন না বলে মন্তব্য করেছিলেন সুজন। সেই সময়ে তার অনুমান ছিল, '(মাহমুদউল্লাহ) রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে থাকতো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball