promotional_ad

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। যদিও ভারতের আপত্তিতে পাকিস্তান থেকে সরে যেতে পারে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর। ভারতের সুবিধার জন্য পিসিবি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল।


ফলে ভারত তাদের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পেত। যদিও এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাকিস্তানও নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে বদ্ধপরিকর।


promotional_ad

তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় না। এমন অবস্থায় স্বাগতিক পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

১০ ঘন্টা আগে
ফাইল ছবি

অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এসিসি সভাপতি জয় শাহ সম্প্রতি জানিয়েছেন সদস্য দেশগুলো দুই দেশে এশিয়া কাপ খেলতে রাজি নয়। তারা যেকোনো একটি দেশে এশিয়া কাপ খেলতে চায়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে শ্রীলঙ্কা।


টেলিগ্রাফের দাবি এরই মধ্যে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত পাকিস্তানকে জানিয়ে দেয়া হয়েছে। তারা রাজি হলে তাদের নিয়েই এশিয়া কাপ আয়োজন হবে। অন্যথায় স্বাগতিকদের বাদ দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের আসর বসবে।


এশিয়া কাপ ও ভারতের অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কদিন আগেই পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির প্রধান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সে সময় পিসিবির পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপে তাদের যাওয়া না যাওয়া নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। অবশ্য এশিয়া কাপ নিয়ে তারা কিছু খোলাসা করেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball