promotional_ad

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মুহুর্তে মুহূর্তে রং বদলেছে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএলের ফাইনাল। শেষ দুই ওভারে চেন্নাইয়ের জিততে প্রয়োজন ছিল ২১ রান। শেষ ওভারে সেই সমীকরণ দাঁড়িয়েছিল ৬ বলে ১৩ রানে।


যদিও ঠান্ডা মাথায় শেষ দুই বলে ছক্কা-চার হাঁকিয়ে চেন্নাইকে পঞ্চম শিরোপার স্বাদ এনে দেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ শেষে এই স্পিন বোলিং অলরাউন্ডার জানিয়েছেন শেষ মুহূর্তে তার মাথায় কি চলছিল। শেষ ওভারে মোহিত শর্মার স্লোয়ারের জন্য তিনি তৈরি ছিলেন বলে জানিয়েছেন জাদেজা।


promotional_ad

তিনি বলেন, 'আমি কেবল ভাবছিলাম আমাকে দ্রুত ব্যাট ঘোরাতে হবে, যতটা আমি পারি। বল যেখানেই যাক আমি না ভেবেই জোরে মারার চেষ্টা করেছি। আমি নিজের উপর ভরসা করে সোজা খেলেছি। কারণ আমি জানতাম মোহিত স্লোয়ার বল মারতে পারে।'


মোহিতের করা পঞ্চম বলটি পায়ের কাছে পেয়েছিল জাদেজা। সেটি লং অফ দিয়ে উড়িয়ে ছক্কা মেরেছিলেন জাদেজা। শেষ বলটি লেগ স্টাম্পের ওপরে মেরেছিলেন মোহিত। সেটাও ফাইন লেগ দিয়ে ঠেলে দিয়ে চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।


অনেক বছর ধরে জাদেজা চেন্নাইতে খেলছেন। দলটির গেল কয়েক বছরের সাফল্যেও বড় অবদান আছে তার। এবার নিজের শহজ গুজরাটকে তাদের মাটিতেই হারিয়ে নায়ক হলেন জাদেজা। তাই এটাকে বিশেষ অর্জন হিসেবেই দেখছেন তিনি।


জাদেজা বলেন, 'আমি গুজরাটের, এটা বিশেষ অনুভূতি। সমর্থকরা দারুণ কারণ তারা বৃষ্টি থামার জন্য মাঝ রাত অবধি অপেক্ষা করেছে। আমি সিএসকে ভক্তদের বড় অভিনন্দন জানাতে চাই। আমি এই জয় আমাদের দলের বিশেষ সদস্য এমএস ধোনিকে উৎসর্গ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball