আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
৪ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার। গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও এই অঙ্কটা বেশি! সেই বিশ্বকাপে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।
এবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা। রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, টুর্নামেন্টসেরা খেলোয়াড়সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। আসরের ফেয়ার প্লে পুরস্কার দেয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

এক নজরে টুর্নামেন্টের যত পুরস্কার-
ক্যাটাগরি | বিজয়ী | আর্থিক পুরস্কার (টাকায়) |
চ্যাম্পিয়ন | চেন্নাই সুপার কিংস | ২৫ কোটি ৯৪ লাখ ও ট্রফি |
রানার আপ | গুজরাট টাইটান্স | ১৬ কোটি ৮৬ লাখ |
তৃতীয় স্থান | মুম্বাই ইন্ডিয়ান্স | ৯ কোটি ৭ লাখ |
চতুর্থ স্থান | লক্ষ্ণৌ সুপার জায়ান্টস | ৮ কোটি ৯৭ লাখ |
ফেয়ার প্লে | দিল্লি ক্যাপিটালস | শুধুমাত্র ট্রফি |
টুর্নামেন্ট সেরা | শুভমান গিল | ১২ লাখ ৯৬ হাজার |
সর্বোচ্চ রান সংগ্রাহক | শুভমান গিল | ১২ লাখ ৯৬ হাজার |
সর্বোচ্চ উইকেটশিকারি | শামি আহমেদ | ১২ লাখ ৯৬ হাজার |
সেরা উদীয়মান | ইয়াশভি জায়সাওয়াল | ১২ লাখ ৯৬ হাজার |
মৌসুমসেরা গেম চেঞ্জার | শুভমান গিল | ১২ লাখ ৯৬ হাজার |
সুপার স্ট্রাইকার | গ্লেন ম্যাক্সওয়েল | ১২ লাখ ৯৬ হাজার ও গাড়ি |
সবচেয়ে বেশি চার | শুভমান গিল | ১২ লাখ ৯৬ হাজার |
সবচেয়ে বেশি ছক্কা | ফাফ ডু প্লেসি | ১২ লাখ ৯৬ হাজার |
সবচেয়ে লম্বা ছক্কা | ফাফ ডু প্লেসি | ১২ লাখ ৯৬ হাজার |
মৌসুমসেরা ক্যাচ | রশিদ খান | ১২ লাখ ৯৬ হাজার |
সেরা পিচ ও গ্রাউন্ড | মুম্বাইয়ের ওয়াংখেডে ও কলকাতার ইডেন গার্ডেন্স | ৬৪ লাখ ৮৬ হাজার যৌথভাবে |
এ ছাড়া শুধুমাত্র ফাইনাল ম্যাচকে কেন্দ্র করেই এবার দেয়া হয়েছে প্রায় ১৩ লাখ টাকার পুরস্কার। সেরা খেলোয়াড়, গেম চেঞ্জার, মূল্যবান খেলোয়াড়, সেরা ক্যাচ, সেরা স্ট্রাইকার (ইলেকট্রিক স্ট্রাইকার) এবং লম্বা ছক্কার ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে।
এক নজরে ফাইনালের যত পুরস্কার-
ক্যাটাগরি | বিজয়ী | আর্থিক পুরস্কার (টাকায়) |
সেরা খেলোয়াড় | ডেভন কনওয়ে | ৬ লাখ ৪৮ হাজার |
গেম চেঞ্জার | সাই সুদর্শন | ১ লাখ ২৯ হাজার |
মূল্যবান খেলোয়াড় | সাই সুদর্শন | ১ লাখ ২৯ হাজার |
সেরা ক্যাচ | মহেন্দ্র সিং ধোনি | ১ লাখ ২৯ হাজার |
সেরা স্ট্রাইকার (ইলেকট্রিক স্ট্রাইকার) | আজিঙ্কা রাহানে | ১ লাখ ২৯ হাজার |
লম্বা ছক্কা | সাই সুদর্শন | ১ লাখ ২৯ হাজার |