ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
৬ ঘন্টা আগে
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন লিটন দাস। রবিবার ঢাকার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই নিজের পুরষ্কার বুঝে নিয়েছেন টাইগার ওপেনার।
পুরষ্কার হাতে নিয়ে লিটন জানিয়েছেন, এমন পুরষ্কারের ধারা অব্যাহত থাকলে খেলোয়াড়রা পারফর্ম করতে আরও উদ্বুদ্ধ হবেন। লিটন বলেন, 'পুরস্কার পেয়ে ভালো লাগছে৷ এরকম যদি নিয়মিত পাই বা অন্য কেউ পায়, যারা ভালো পারফর্ম করবে৷ খেলোয়াড়রাও আরও আগ্রহ প্রকাশ করবে, ভালো করার চেষ্টা করবে সবসময়।'

কদিন পরেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে গুঞ্জন আছে সাকিবের বদলি হিসেবে লিটনই অধিনায়ক হতে চলেছেন। অধিনায়কত্ব নিয়ে কিছু না বললেও লিটন জানিয়েছেন আসন্ন এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী তিনি।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না লিটনের। অবশ্য নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি। লিটন বলেছেন, 'ক্রিকেটে আপনি প্রতিদিন ভালো খেলতে পারবেন না। এক দিন ভালো খেলবেন, খারাপ খেলবেন৷ ওভাবে আমি চিন্তিত নই কোনো কিছু নিয়ে৷ অনুশীলন করব৷ দেখা যাক কি হয়।'
চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন বলে জানালেন লিটন। তার ভাষ্য, 'বিশ্বকাপ দেরি আছে। আমাদের হয়তোবা আগামীকাল থেকে একটা ক্যাম্প শুরু হবে৷ দেখা যাক সেই ক্যাম্প...'