promotional_ad

গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, মুম্বাইকে বিদায় করে ফাইনালে গুজরাট

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা

২২ এপ্রিল ২৫
উইকেট উদযাপনে ব্যস্ত গুজরাটের ক্রিকেটাররা, আইপিএল

রোহিত শর্মা-নেহাল ওয়াদেরার বিদায়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপর্যয় সামাল দেন তিলক ভার্মা। রশিদ খানের কাছে পরাস্ত হয়ে তিলক ফিরলেও মুম্বাইকে টানছিলেন ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব। গ্রিনকে জশুয়া লিটল আর হাফ সেঞ্চুরি করা সূর্যকুমারকে মোহিত শর্মা ফেরালে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। শুভমান গিলের সেঞ্চুরি ও মোহিতের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে গুজরাট জায়ান্টস। রবিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।


আহমেদাবাদে জয়ের জন্য ২৩৩ রানে বড় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ইশান কিশানকে পায়নি মুম্বাই। ফিল্ডিং করার সময় চোটে পড়ায় ওপেনিংয়ে এদিন রোহিতের সঙ্গী ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা নেহাল ওয়াদেরা। মোহাম্মদ শামিকে ব্যাকফুটে গিয়ে চার মেরে নিজের রানের খাতা খুলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে পরের বলেই শামির লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট সাইড এজ হয়েছেন নেহাল। তাতে এক চার মেরেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে।


promotional_ad

তিনে নেমে শুরুটা বেশ ভালো করেছিলেন গ্রিন। তবে হার্দিক পান্ডিয়ার বাউন্সারে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এদিকে সুবিধা করতে পারেননি রোহিত। শামির ব্যাক অব লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে টপ এজ হয়ে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা মুম্বাই অধিনায়ক। ২১ রানে ২ উইকেট হারানোর পর মুম্বাইকে পথ দেখাতে থাকেন তিলক ও সূর্যকুমার।


বিশেষ করে তিলক ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম থেকেই গুজরাটের বোলারদের আক্রমণ করেন বাঁহাতি এই ব্যাটার। শামির এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় ২৪ রান নিয়েছেন তিলক। তবে হাফ সেঞ্চুরির আগেই বিপদজনক হয়ে উঠা এই ব্যাটারকে ফেরানকে রশিদ। আফগান এই লেগ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মাত্র ১৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা তিলক।


এরপর চোটের কারণে মাঠের বাইরে যাওয়া গ্রিন আবারও ব্যাটিংয়ে আসেন। সূর্যকুমারকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ঠিকঠাক জ্বলে উঠার আগেই গ্রিনকে ফিরিয়েছেন লিটল। আয়ারল্যান্ডের এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ২০ বলে ৩০ রান করা গ্রিন। খানিকটা রয়েসয়ে খেলে ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সূর্যকুমার।


যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। মোহিতের শর্ট লেংথ ডেলিভারিতে ছক্কা মারার পরের বলেই স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৬১ রান। এরপর টিম ডেভিড, ক্রিস জর্ডানরা দ্রুতই বিদায় নিলে ১৭১ রানে অল আউট হয় মুম্বাই। গুজরাটের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন মোহিত।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩২ রানের পুঁজি গড়ে গুজরাট। স্বাগতিকদের হয়ে মাত্র ৬০ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন গিল। এবারের আইপিএলে যা তার তৃতীয় সেঞ্চুরি। এ ছাড়া সাই সুদর্শন ৪৩ এবং হার্দিক অপরাজিত ২৮ রান করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball