promotional_ad

পর্যাপ্ত অবকাঠামো না থাকায় দুর্জয়ের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাসকিনকে

১৫ ঘন্টা আগে
অনুশীলনে তাসকিন আহমেদ, বিসিবি

বুধবার থেকে শুরু হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। তিন ধাপে এই ক্যাম্প চলবে আগামী এক মাস। যদিও বর্ষার মৌসুমের কারণে ক্যাম্প পুরোদমে হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সেই সঙ্গে অবকাঠামো নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।


এই ক্যাম্প দিয়েই এইচপির প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন ডেভিড হেম্প। বুধবার থেকেই তিনি এইচপি দলের সঙ্গে কাজ শুরু করেছেন। এদিন এইচপি প্রধান দুর্জনের সঙ্গেও আলোচনা হয়েছে তার। 


promotional_ad

সেই আলোচনা শেষেই দুর্জয় গণমাধ্যমকে বলেছেন, 'আমি এখনো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়।'


দুর্জয় জানিয়েছেন ক্রিকেটারদের ব্যস্ততার কারণে বৃষ্টির মৌসুম ছাড়া এইচপির ক্যাম্প আয়োজন সম্ভব নয়। বাকি সময়টায় ক্রিকেটাররা বিপিএল, ডিপিএল, জাতীয় লিগ নিয়ে ব্যস্ত থাকেন। এই মৌসুমেও জিমনেশিয়াম বা জিমের সুবিধা পাওয়া যায় না।


তাই আক্ষেপ করে দুর্জয় বলেছেন, 'একইভাবে এইচপির প্রোগ্রামটাও আমাদের বৃষ্টির মৌসুমে করতে হয়। খেলোয়াড়েরা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট, বিপিএল, ডিপিএল অনেক কিছু খেলতে হয়। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।'


নতুন কোচ হেম্পকে নিয়ে দুর্জয় বলেন,  'আমরা খেলোয়াড়দের লক্ষ্য পূরণে সহায়তা করতে চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে যাতে তারা জাতীয় দলে ভূমিকা রাখতে আরে। আমরা এমন একটা প্লাটফর্ম দিচ্ছি যেখানে খেলোয়াড়রা শিখবে, বেড়ে উঠবে এবং পরের ধাপে যাবে। আমরা বাংলাদেশের ক্রিকেটকে শক্তিশালী করতে চাই, গভীরতা বাড়াতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball