promotional_ad

অ্যাকারম্যান-মিকিরেনদের ছাড়াই বাছাইপর্বে খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ জ্যোতির

১৬ এপ্রিল ২৫
নিগার সুলতানা জ্যোতি

২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এই দলে জায়গা হয়নি কলিন অ্যাকারম্যান, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকিরেন এবং রলফ ভ্যান ডার মারওয়ে'র মতো অভিজ্ঞ ক্রিকেটারের।


এদের ছাড়াই জুন-জুলাইতে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। ১৫ সদস্যের এই দলে আরও জায়গা হয়নি ব্রেন্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গাগটেনের। স্কট এডয়ার্ডসই থাকছেন দলটির অধিনায়ক।


কিছুটা বিস্ময় জাগিয়ে এই দলে জায়গা করে নিয়েছেন দলটির অভিজ্ঞ পেসার ব্যাস ডে লিড। গত ফেব্রুয়ারিতে ইংলিশ কাউন্টি দল ডারহামের সঙ্গে দুই বছরের চুক্তিতে যান এই পেসার। অবশ্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার শর্ত দিয়েই এই চুক্তিতে নাম লিখিয়েছেন তিনি।


promotional_ad

আগামী অক্টোবরে ভারতে বসছে বিশ্বকাপের আসর। আসন্ন এই বিশ্ব আসরে অংশ নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ ৮টি দল। বাকি দুটি দল বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল আসরে অংশ নেবে। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে পর্দা উঠছে বিশ্বকাপ বাছাই পর্বের।


বাছাই পর্বের 'এ' গ্রপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। স্বাগতিক জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ২০, ২২, ২৪ এবং ২৬ জুন ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।


এদিকে বাছাইপর্বের 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।


কোয়ালিফায়ারের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই হারারেতে। বাছাই পর্বে অংশ নেয়া দলগুলোর মধ্যে নেপাল, যুক্তরাষ্ট্র ও ওমানই কেবল কখনও বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পায়নি। এবার তাদের জন্যও রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ।


নেদারল্যান্ডস স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, লগান ভ্যান বিক, বিক্রম সিং, আরিয়ান ডুট, ভিভ কিংমা, ব্যাস ডি লিড, নোয়াহ ক্রস, রিয়ান ক্লেইন, তেজা নিদামানুরু, ওয়েসলি ব্যারেসি, শারিজ আহমেদ, ক্লেটন ফ্লয়েড, মাইকেল লেভিট এবং সাকিব জুলফিকার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball