আইপিএলের পরের মৌসুমে খেলবেন কিনা জানা নেই ধোনির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
১৫ এপ্রিল ২৫
এ নিয়ে দশমবারের মতো চেন্নাই সুপার কিংসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে তুলেছেন মহেন্দ্র সিং ধোনি। ১৪বার আইপিএলে অংশ নিয়ে ১০বারই ফাইনাল খেলছে চেন্নাই। দেখতে দেখতে ক্যারিয়ারের শেষদিকে চলে এসেছেন ধোনি। চেন্নাইকে সাফল্য ভাসানোর অনেক বেশি সুযোগ নেই ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের। যদিও নিজের অবসর নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি।
৪১ বছর বয়সী চেন্নাই অধিনায়ক এই আইপিএল খেলার পরেই অবসর নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমনকি ধোনি যে মাঠে খেলছেন তাকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন ভক্তরা। ধোনি নিজেও ম্যাচ শেষে আলাদাভাবে বিদায় নিচ্ছেন দর্শকদের কাছ থেকে। অবশ্য অবসরের চিন্তা এখনও মাথায় নেই তার।

গেল মঙ্গলবার (২৩ মে) গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর আগামী মৌসুমে আইপিএলে খেলবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে ধোনি বলেন, 'আমি জানি না… সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আরও ৮-৯ মাস সময় পড়ে আছে। ডিসেম্বরের দিকে ছোট একটি নিলামও হয়তো হবে। তাই এখনই কেন মাথা ঘামাব? সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে।'
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
১১ ঘন্টা আগে
'চেন্নাইয়ের জন্য আমি সবসময়ই থাকব, সেটা খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে যে কোনো ভূমিকায় বসে থেকে হোক… তবে আমি জানি না এখনও। সত্যি বলতে, ধকল যায় অনেক। গত চার মাস ধরে আমি বাড়ির বাইরে। গত ৩১ জানুয়ারি বাড়ি ছেড়েছি, কাজ শেষ করেছি, এরপর ২ বা ৩ মার্চ থেকে অনুশীলন শুরু করেছি। অনেক ধকল তাই যায়। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনেক আছে।'
গুজরাটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই। এ দিন আগে ব্যাটিং করে দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়ের ৬০ ও ডেভন কনওয়ের ৪০ রানে ভর করে স্কোর বোর্ডে ১৭২ রান তোলে ধোনির দল।
লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট শেষ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে করে ১৫৭ রান। ব্যাট হাতে অসাধারণ ফর্মে থাকা শুভমান গিল এ দিন করেন ৪২ রান। ফাইনালে ওঠায় দলের সকল ক্রিকেটারকে কৃতিত্ব দেন ধোনি।
তিনি আরও বলেন, 'আগে ৮ দল ছিল, এখন ১০ দল। আইপিএলে শুধুই আরেকটা ফাইনাল বোলার মতো টুর্নামেন্ট এটি নয়। এটা গত দুই মাসের পরিশ্রমের ফল। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছে। মিডল অর্ডার সেভাবে খেলেনি, এটা আমিও বলব।'