promotional_ad

সরাসরি চুক্তিতে এলপিএলে দল পেলেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব

১৬ এপ্রিল ২৫
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব, ফাইল ফটো

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে। গল গ্লাডিয়েটর্সের হয়ে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে।


সেই সূত্রের মাধ্যমে জানা গেছে, এলপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের আরও কয়েক ক্রিকেটার। যেখানে নাম আছে মুশফিকুর রহিমেরও। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারসহ মোট চার ক্রিকেটার এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন বলে জানা গেছে।


এলপিএলের চতুর্থ আসর পর্দা উঠবে ৩১ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন।


promotional_ad

৩১ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডি- এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।


প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। যেখানে সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল। দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি। আর দেশি ক্রিকেটার হিসেবে গলের হয়ে খেলবেন দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকশে।


এদিকে কলম্বোর হয়ে বাবর আজম, নাসিম শাহ, মাথিশা পাথিরানা এবং চামিকা করুনারত্নে। ডাম্বুলার হয়ে খেলতে দেখা যাবে ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস, লুঙ্গি এনগিদি এবং আভিস্কা ফার্নান্দো। জাফনাতে ডেভিড মিলার, থিসারা পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ এবং মাহেশ থিকশানা।


আর ক্যান্ডির হয়ে খেলবেন মুজিব উর রহমান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফখর জামান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান বেশ কয়েকজন ক্রিকেটার নাম দিয়েছেন এলপিএলের ড্রাফটে।


এই তালিকায় আছেন শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, ইমরান তাহির, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball