‘ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ধোনি আরও ৫ বছর খেলতে পারে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
১৫ এপ্রিল ২৫
'ইমপ্যাক্ট প্লেয়ার' নীতির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও পাঁচ বছর খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই মন্তব্য করেছেন ইউসুফ পাঠান। সাবেক এই ব্যাটিং অলরাউন্ডারের মতে, ক্রিকেটকে দেয়ার জন্য ধোনির মাঝে এখনও অনেক কিছুই আছে।
এবারের আইপিএলে ব্যাটার হিসেবে ভালোই খেলছেন ধোনি। বড় ইনিংস না খেললেও আটে নেমে বেশ কয়েকটি কার্যকরী ক্যামিও খেলতে দেখা গেছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। সঙ্গে তার ক্ষুরধার নেতৃত্ব তো আছেই।

ধোনিকে নিচের দিকে রেখে দারুণ এক কৌশল অবলম্বন করে যাচ্ছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট। আর দলের কৌশলগত পজিশনে ব্যাটিং করে অবশ্য দারুণ সফল বলা যায় ধোনিকে। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৯ ইনিংস ব্যাটিং করে ধোনি রান করেছেন ৪৯ গড় আর ১৯৬ স্ট্রাইক রেটে! সর্বোচ্চ ৩২ রানের অপরাজিত একটি ইনিংসও খেলেন তিনি।
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
১৮ ঘন্টা আগে
আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউসুফ বলেন, 'আমার মনে হয়, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী ধোনি আরও পাঁচ বছর আইপিএলে খেলে যেতে পারে। সে অবসর নিয়ে এখনও কিছুই বলেনি। বলছে বাকিরা! তার মধ্যে ক্রিকেটকে দেয়ার আরও অনেক কিছু আছে।'
'সে এখনও বড় বড় ছক্কা হাকাচ্ছে। হাঁটুতে ব্যথা থাকার পরও। সে জানে খেলার প্রতি তার নিবেদন কেমন। অবশ্য অধিনায়ক হিসেবে হয়তো সে খেলতে পারবে না, তবে ভক্তরা তাকে ব্যাটিং করতে এবং চেন্নাইয়ের মেন্টর হিসেবে দেখতে চাইবে।'
এবারের আইপিএলের শুরুর দিকেই অবশ্য ধোনিকে জিগ্যেস করা হয়েছিল, এটা তার শেষ টুর্নামেন্ট কিনা। চেন্নাইকে চারবার শিরোপা জেতানো ধোনি অবশ্য অবসরের গুঞ্জন তখনই উড়িয়ে দেন।