promotional_ad

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম

৪ ঘন্টা আগে
ডাবল সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন

চার বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১০০ রানের ইনিংসে বেঙ্গালুরুকে জিতিয়েছেন তিনি। অবশ্য এই ইনিংসের আগেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কোহলিকে।


এবারের আইপিএলে নিয়মিতই হেসেছে কোহলির ব্যাট। ১৩ ম্যাচে ১৩৫.৮৫ গড়ে কোহলির ব্যাট থেকে এসেছে ৫৩৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বেঙ্গালুরুর এই ওপেনারের অবস্থান চার নম্বরে। এবারের মৌসুমে অন্তত ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে কোহলির স্ট্রাইক রেট তৃতীয় সর্বনিম্ন।


promotional_ad

তার চেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শুধু ডেভন কনওয়ে (১৩৪.৫৯) ও ডেভিড ওয়ার্নার (১২৮.৭৪)। কোহলির স্ট্রাইক রেট ১৩৫.৮৫। অবশ্য ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন, এসব সমালোচনায় তিনি কান দেন না এখন আর। আগে এসব নিয়ে চিন্তা করে নিজেকে অনেক চাপের মধ্যে ফেলেছিলেন তিনি।


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

কোহলি বলেন, 'অতীত পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। আমি ইতোমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে ফেলেছি। কখনও কখনও ইমপ্যাক্ট ইনিংস খেলার পরও আমি নিজেকে নিজে যথেষ্ট কৃতিত্ব দেই না। তো সত্যি বলতে, বাইরে থেকে কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। কারণ, এটা কেবল তাদের মতামত।'


কোহলি জানিয়েছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। এভাবে খেলেই ধারাবাহিকভাবে সফল হয়েছেন তিনি। তার এমন ব্যাটিংয়ে ভর করে দলও অনেক ম্যাচ জিতেছে বলে উল্লেখ্য করেছেন কোহলি। তাই নিজের মতো করেই খেলে যেতে চান তিনি।


কোহলি যোগ করেন, 'আপনি নিজে যখন নির্দিষ্ট পরিস্থিতিতে পড়েন, তখন আপনি বুঝতে পারেন যে কীভাবে ক্রিকেট খেলায় জিততে হয়। আর আমি এটা লম্বা সময় ধরে করে আসছি। ব্যাপারটা এমন নয় যে আমি যখন খেলি, তখন আমার দলকে ম্যাচ জেতাতে পারি না। পরিস্থিতির চাহিদা অনুসারে খেলা নিয়ে আমি গর্ব করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball